[Ubuntu-BD] Linux Mint লাইভ সিডি থেকে চালানো যায়?
Abhi
arup281 at gmail.com
Tue Jun 7 18:40:46 UTC 2011
সগীর ভাই,
১. লিনাক্স মিন্ট ও যথেষ্ট ইউজার-ফ্রেন্ডলি, মূলত যারা সদ্য উইন্ডোজ থেকে
শিফট করে লিনাক্সে এসেছেন তাদের জন্য বেশ কার্যকর (ইন্টারফেস, কোডেক ও
অন্যান্য কিছু কারনে)। আর হাঁ, শূন্য থেকেই শুরু করতে পারবেন :)
২. উবুন্টু আর লিনাক্স মিন্টের মধ্যে মৌলিক কোন পার্থক্য নেই, এটি
উবুন্টুর উপর ভিত্তি করেই তৈরি, ফলে উবুন্টুর সকল প্যাকেজ, রিপো সবই
লিনাক্স মিন্টের জন্যও কার্যকর।
৩. উবুন্টুরগুলো যেভাবে পাওয়া যায় সেভাবেই।
৪. লিনাক্সের ডিস্ট্রোগুলোর মধ্যে কোনটি বেশি ভালো, কোনটি কম ভালো এটি
বলতে গেলে বিতর্ক সৃষ্টির সুযোগ আছে, একেক জনের কাছে একেকটি ভালো লাগে,
যার কাছে যেটি ভালো লাগে তিনি সেটিকেই ভালো বলতে পারেন, কিন্তু সেটিই যে
সবচেয়ে বেশি ভালো সেটা কি বলা যাবে? ফলে ডিস্ট্রোগুলোর মধ্যে উবুন্টু
বেশি ভালো- এটি ঠিক বলা যাবে না। আমি নিজে আগে উবুন্টু ব্যবহার করতাম,
এখন ফেডোরা ইউজ করি, কারন আমার উবুন্টুর চেয়ে ফেডোরা ভালো লাগছে, কিন্তু
আমি এটা জোর দিয়ে বলতে পারবো না যে- ফেডোরাই সবচেয়ে বেশি ভালো ডিস্ট্রো।
তবে এটুকু বলতে পারেন ডেস্কটপ ডিস্ট্রোগুলোর মধ্যে জনপ্রিয়তার দিক থেকে
উবুন্টু এগিয়ে আছে।
On 6/8/11, sagir khan <sagir42 at gmail.com> wrote:
> আমার পক্ষথেকে কিছু জিজ্ঞাসা ছিল।
>
> ১. লিনাক্স মিন্ট কি উবুন্টুর মত ইউজার ফ্রেন্ডলি। মানে আমি যেমন শূণ্য থেকে
> উবুন্টু শুরু করেছি সেভাবে লিনাক্স মিন্ট শুরু করা যাবে?
> ২. এর এ্যপ্লিকেশনগুলো সহজে পাওয়া যায়?
> ৩. সমস্যার সমাধানগুলো নেটে কেমন পাওয়া যায়?
> ৪. আমি বন্ধুকে উৎসাহ দিচ্ছি উবুন্টু ব্যবহার করতে। আমি জানি লিনাক্সের
> ডেস্ট্রোগুলোর মধ্যে উবুন্টু বেশি ভাল। আমি কি ভুল বলেছি?
>
> ৮ জুন, ২০১১ ১২:০৬ am এ তে, Arafat Rahman <opurahman at gmail.com> লিখেছে:
>
>> সগীর ভাইয়ের প্রশ্নের উত্তর আমি এভাবে দিতে চেয়েছিলাম।
>>
>> "আবার জিগায়!"
>>
>> *Arafat Rahman*
>> Web Application Developer, SolutionArena.com <http://www.solutionarena.com
>> >
>> http://arafatbd.net
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>
More information about the ubuntu-bd
mailing list