[Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে কি?

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Tue Jun 21 05:48:52 UTC 2011


উপসংহার তো টেনে দিলামই আমি আর অভি ভাই। লিনাক্সে এন্টিভাইরাস লাগে উইন্ডোজ
ক্লায়েন্ট পিসি যাতে ভাইরাস আক্রান্ত না হয়।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in
Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
Thank you
Md Ashickur Rahman




2011/6/21 Tiger Jalil <tigerjalil at gmail.com>

> আপনারা হাতে গোনা কয়েকজন সক্রিয় লোক আছেন যারা লিনাক্সের প্রচার প্রসার করছেন
> এবং নতুনদের সাপোর্ট দিচ্ছেন; এই আপনারা নিজেরা বিভক্ত হয়ে কি পাবেন বলে মনে
> হয়। একজন আরেকজনে পছন্দ না হলে - ইগনোর করুন। আর লোকজন তো দেখতেই পারছে, কে
> সঠিক। গায়ে মানে না আপনি মোড়ল কতদিন টিকবে। কথার ফাঁক ধরে, অপ্রাসঙ্গিক কথা
> বাড়ানো বাদ দেন। লিনাক্সের যে বিষয়টি নিয়ে এই থ্রেডে শুরু হয়েছিলো, সেটি কোন
> দিকে গেলো?  আমরা কি একটি উপসংহার টানতে পারবো, থ্রেডের জিজ্ঞাসিত বিষয়ের?
>
> 2011/6/21 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
> > প্রিয় মাসনূন
> >
> > ২১ জুন, ২০১১ ৭:২৭ am এ তে, maSnun <mailbox at masnun.me> লিখেছে:
> >
> > > রিং ভাইয়া, আপনার কাছে কিছু তথ্যের রেফারেন্স চেয়েছিলাম । অপেক্ষায় আছি ।
> > সময়
> > > করে একটু কষ্ট করে দিলে বাধিত থাকব ।
> > >
> >
> > আপ্র, প্রফো সহ বিভিন্ন ফোরামে তথ্যগুলোর লিংক পাবে। আরো বিস্তারিত চাইলে
> একটু
> > কষ্ট করে গুগলিং করে নাও। আর শাবাবের অনুবাদ আর সাইটেশনে উইকির এই
> > লেখাটা<
> >
> http://bn.wikipedia.org/wiki/%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8_%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%A3
> > >দেখতে
> > পারো। এখান থেকেও অনেকগুলো লিংক আর রেফারেন্স পাবা।
> >
> > --
> > রিং
> > +8801671411437
> >
> > মহাসচিব
> > ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> >
> > প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <
> http://fossbd.org/index.php/event
> > >"
> > ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
> ।।
> > সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> > সদস্য, উবুন্টু
> > বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list