[Ubuntu-BD] [অফটপিকের] না পাওয়া ইমেইল বিষয়ক আলোচনা

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Sat Jun 25 14:37:42 UTC 2011


প্রিয় মাসনূন

আমি সত্যিই দুঃখিত।

২৫ জুন, ২০১১ ৬:২৮ pm এ তে, maSnun <mailbox at masnun.me> লিখেছে:

> আমি উবুন্টু বিডির আর্কাইভ থেকে মেইল গুলো বাই থ্রেড সর্ট করে কোট করেছিলাম।
> আমি আপনার এই মেইলটি সেখানে পাইনি । আপনি কি একটু কষ্ট করে দেখবেন ওটা ওখানে
> আছে কিনা?
>
> যদি এটা ওখানে থেকে থাকে তাহলে আমার দেখার ভুল হয়েছে । সেক্ষেত্রে আমি
> ক্ষমাপ্রার্থী । তবে যদি ওখানে এটি না থাকে তাহলে ঘটনা আরো পেচিয়ে যাচ্ছে ।
>

> https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-June/thread.htm
>
> একটু কষ্ট করে দেখে জানান বা লিঙ্ক দিন।
>

এই মেইলটাও স্প্যামে আটকে গেছে লিস্টে কিংবা আবারো হাওয়ায় মিলিয়ে গিয়েছে। সবার
জ্ঞাতার্থে মেইলটা পুরোটাই আমি ফরোয়ার্ড করে দিলাম।

===================

---------- ফরোয়ার্ড করা বার্তা ----------

থেকেসাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com প্রেরকের-সময়১:২০ pm
(GMT+06:00)-এ পাঠানো হয়েছে৷ সেখানকার বর্তমান সময়: 8:22 pm৷ ✆প্রতিUbuntu
Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
তারিখ২৪ জুন, ২০১১ ১:২০ pmবিষয়Re: [Ubuntu-BD] [অফটপিকের] না পাওয়া ইমেইল বিষয়ক
আলোচনাইনি মেইল পাঠিয়েছেনgmail.com
এর থেকে: সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
তারিখ: ২৪ জুন, ২০১১ ১:২০ pm
বিষয়: Re: [Ubuntu-BD] [অফটপিকের] না পাওয়া ইমেইল বিষয়ক আলোচনা
প্রতি: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>


প্রিয় শাবাব

২৪ জুন, ২০১১ ১:১০ am এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd> লিখেছে:

@ রিং,
>
> ভাই, বিরাট বড় আবেগপূর্ণ মেইল তো পেলাম, কিন্তু টেকনিক্যালি যে সাহায্যটা
> চেয়েছিলাম সেটা কিন্তু পেলাম না। আপনি যদি পোস্ট একনলেজমেন্ট মেইলটা না পেয়ে
> থাকেন তাহলেই আপনার বুঝে ফেলার কথা যে আপনার মেইলটা লিস্টের কেউ পায় নি, তাই
> না?


আমার কাছে পোষ্ট একনলেজমেন্ট মেইল আসে না আর এই দুটো মেইলের আগে গত দু'মাসে কোন
মেসেজই  লিস্টে মিস করে নাই।

তাহলে সগীরকেও আপনি আগের মেইলের রেফারেন্স দিতেন না আর সংশয়ও সৃষ্টি হত না।
> ভিত্তির দেখাও পাওয়া যেত না।
>
> এই লিস্টের অনেকেই পাবলিকলি 'আপনাকে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছি সেটা দেখুন'
> টাইপের মেইল করেন/ করতেন যার মধ্যে আমি নিজেও একজন ছিলাম। পরবর্তীতে আমার বোধদয়
> হয়েছে যে এইভাবে পাবলিকলি মেইলগুলো করলে লোকজন বিরক্ত হয়। আপনাকে সেই কথাটাই
> বলতে চাচ্ছিলাম। আপনি ছাড়াও এই লিস্টের অনেকেই আমি অনেক বিষয়ে সর্তক করে আসছি।
> সেই ধারাবাহিকতাতে আপনাকেও কয়েকবার করেছি। অন্যরা ব্যাপার বুঝতে পারলেও আপনাকে
> বলার পর 'লেবু কচলানো' তত্ত্ব উদয় হয়েছে। যে যাইহোক...
>

কোন মেইলিং লিস্টে 'আপনাকে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছি' টাইপের কাজ আমি কোনদিনই
করি নাই এবং ইনশাল্লাহ করবোও না।


> উবুন্টু বিডির এই মেইলিং লিস্টটি উবুন্টুর অফিসিয়াল মেইলিং লিস্ট সার্ভার
> lists.ubuntu.com এ হোস্ট করা। এই সার্ভারে আমাদেরটি ছাড়াও প্রায় তিনশ মেইল
> লিস্ট চলছে এবং তার মধ্যে বেশ কিছু মেইলিং লিস্ট বেশ ব্যস্ত। ফলে এই সার্ভারে
> থাকা লিস্টগুলোতে দৈনিক স্প্যামের সংখ্যাও ভয়ানক রকম বেশি। বিশ্বাস করুন আর নাই
> করুন আমাদের এই পুঁচকে মেইলিং লিস্টে গড়ে দৈনিক ২০টির মত স্প্যাম মেইল আসে যা
> কেন্দ্রীয় স্প্যাম প্রতিরোধ ব্যবস্থা নিজেই ব্লক করে দিয়ে থাকে।
> কেন্দ্রীয়ভাবেইএই স্প্যাম ধরার রুলগুলোও দিন দিন আরো কঠিন হচ্ছে।
>

আমি উবুন্টুর মূল টেকনিক্যাল সাপোর্ট টিমের এবং গ্নোম ডেভেলপার টিমের মেইলিং
লিস্ট সহ আরো বেশ কিছু লিস্টে যুক্ত আছি এবং ওখানে এই ধরনের কোন সমস্যায়
কোনদিনই পড়িনি, মানে আমার মেইল ফিল্টারে আটকে যায়নি।


> আমি বিভিন্ন সময় অনেকেই তাদের স্বাক্ষরের সাইজ ছোট করার জন্য অনুরোধ করে আসছি।
> কেউ কেউ সাইজ ছোট করেছেন, কেউ কেউ করেন নি। বেশ কয়েকবার এই বিচিত্র পদের একগাদা
> লিংক সম্বলিত সিগনেচার ওয়ালা মেইলকে কেন্দ্রীয় স্প্যাম প্রতিরোধ ব্যবস্থা
> বিভ্রান্ত হয়ে স্প্যাম হিসেবে সনাক্ত করে ব্লক করে রেখে দিয়েছে। এখন বলুন দেখি,
> আপনার বিচিত্র স্বাক্ষরের কারণে যদি স্প্যাম প্রতিরোধ ব্যবস্থা সেটাকে স্প্যাম
> মনে করে আটকে রাখে তাহলে এই লিস্টের অ্যাডমিন-মডারেটরদের হুইল পাওয়ার হোয়াইট
> দিয়ে কেচে কেচে ধুলে কোন লাভ আছে?
>

আমার স্বাক্ষর সব মেইলিং লিস্টেই একই ছিলো এবং আছে। আর আমার স্বাক্ষরটা আরো বড়
ছিলো আর এটাকে বেশকিছুটা ছেঁটে দিয়েছিলাম তোমার অনুরোধেই। মজার ব্যাপার হলো
জিয়ার সিগনেচারও ছোট এবং ওঁর যে মেইলটা লিস্টে যায় নি কিংবা স্প্যামে আটকে আছে
কিনা তাতো দেখাই যাবে।


> আর নতুন সদস্যদের জন্য প্রথম দিকের পোস্টগুলো মডারেট করার ব্যবস্থা ইচ্ছে করেই
> সক্রিয় করে রাখা হয়েছে। কারণ, জনৈক চীনা পট করে এসে যদি বিশেষ অঙ্গ বর্ধনের
> অষুধের ক্যানভাস করা শুরু করে কিংবা ধরুন কোন বাঙ্গালি ললনা এসে মোহময়ী ভঙ্গিতে
> তার লিংকে এসে ক্লিক করে ওয়ালপেপার ডাউনলোড করার আহবান জানাতে থাকে তাহলে
> সবাই-ই অস্বস্তিতে পড়ব, তাই না?  আপনার মাথাব্যথা হলে ডাক্তারের কাছে যেতে হবে।
> রেল গাড়ির ইঞ্জিনিয়ারকে গিয়ে বললে সমস্যার সমাধান হবে না। আপনি জিয়া মহী-র
> মেইলের রেফারেন্স দিচ্ছেন। মেইল লিস্টে মেইল আসছে না সেটা সে মডারেটরদের না
> জানিয়ে আপনাকে মেইল করে জানিয়েছে। তাতে কি কোন লাভ হয়েছে? ধরলাম জিয়া মহী বুঝতে
> পারেন নি। কিন্তু আপনি কি জিয়া-কে ওই রিপোর্টটি আপনাকে না পাঠিয়ে এই লিস্টের
> অ্যাডমিন-মডারেটর কাউকে জানাবার জন্য পরামর্শ দিয়েছিলেন? মডারেটরটা অনেক সময়ই
> ব্যস্ততার কারণে নিয়মিত অ্যাডমিন প্যানেলে ঢুকে চেক করেন না। কিন্তু কোন
> সমস্যার কথা জানালে সেটা সমাধানের উদ্যোগ নেয়া হয়। কয়দিন আগেই কে যেন জানালেন
> যে নতুন কয়েকজন মেইল করলে সেটা লিস্টে পাবলিশ হচ্ছে না। সেটা তো সাথে সাথেই
> সমাধান করা হল। জায়গামত খবর না পৌঁছলে কাজটা হবে কি করে বলুন দেখি?
>

জিয়া কে তোমার সাথে সরাসরি মেইলের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পরামর্শ
দিয়েছিলাম। ও করেছে কিনা সেটা আমি নিশ্চিত না।


> "পোস্ট হাঁসের পেটে গিয়েছে" -এটা কি খুব নিরীহ বাক্য? নিজের আঙুলটা অন্য কারো
> নাকের উপর তাক করার সময় আমার উদ্দেশ্যটা মহৎ আর অন্য কেউ আমার নাকের দিকে তার
> আঙুলটা তাক করলে তার উদ্দেশ্যটা বদ, এই রকমটা ভাবলে তো মুস্কিল, তাই না?
>

এই উক্তিটা হুট করেই করে বসেছি এটা অন্তত তুমি বলতে পারো না। গত বছর আগষ্টের
পরে একমাত্র আমার মেইলগুলোই ফিল্টার/মডারেটেড হচ্ছিলো
এবং তারপর হুটহাট করে আমার সহ সাধারন সদস্যদের কিছু পোষ্ট মুছেও দেয়া হয়েছিলো
এবং পরে অহংকারের সাথে বলাও হয়েছিলো যে যা খুশি ইচ্ছে করতে পারেন মডারেটরদ্বয়।
আর তুমি আমার শুভাকাংখী হিসেবে সব সময়েই আমাকে বলতে যে যেনো কমিউনিটির কোন
বির্তকে নিজেকে না জড়াই, বির্তক দেখলে যেনো অন্তত চুপ থাকি কিছু সময় এবং পরে
সঠিক সময়ে সঠিক স্থানে কিছু বলি/লিখি। আর সেই তুমি আজ আমাকে বলছো যে আমি হুট
করেই কিনা অভিযোগ তুলেছি। ভাই জেনেশুনে সব এড়িয়ে গেলে চলবে কেনো?

আর এই লিস্টের বর্তমান এডমিন এবং সিনিয়র ব্যবহারকারী হিসেবে তুমিই পারতে সগীর
ভাইয়ের কাছে জেনে নিতে যে ওনার কাছে আমার মেইলটা ব্যক্তিগতভাবেই গিয়েছে কি না?
এবং তারপর প্রয়োজন মনে হলে এই থ্রেডটা শুরু করতে। এটুকু যাচাই না করেই যদি
মন্তব্য করা হয় তো সেটা তো একেবারেই ছেলেমানুষি মন্তব্য/কাজ তাই না?

আপনি একজন পুরোনো সদস্য। সেই সাথে আপনার স্বাক্ষর থেকে জানা যায় আপনি একজন তথ্য
> ও প্রযুক্তি বিষয়ক পরামর্শক এবং ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ এর
> মহাসচিব ইত্যাদি দায়িত্বশীল পদে আছেন। তাই আপনার কাছে থেকে আমাদের আশাটাও বেশি।
> এবং সেই আশার গুড়ে বালি পড়লে সম্ভাবতই বেদনা, বিরক্তিও বেশি।
>

ভাই আমি অত্যন্ত নগন্য একজন মানুষ। আপামর লিনাক্স ব্যবহারকারীদের দেবার মতো
কিছু জ্ঞান আল্লাহ তা'য়ালা আমাকে দিয়েছেন (নিজে দীর্ঘ সময় ব্যবহার এবং নতুন কোন
বিষয় জানার অদম্য আগ্রহের কারনে) এবং সেটা এ বাংলার আপামর লিনাক্স
ব্যবহারকারীদের উপকারে যেনো আসে আমরণ সে চেষ্টাই চালিয়ে যাবো। আমার সার্মথ্যের
মধ্যে ছিলো কিন্তু কেউ চেয়ে আমার কাছ থেকে পাননি এমনটা কখনোই হয়নি এবং হবে না
ইনশাল্লাহ তবে সেজন্যে চাইবার ভাষাটা একটু মার্জিত এবং সহজ-সরল-বোধগম্য হলেই
ভালোহয়। আর যদি কোনভাবে আমার কোন কাজে কেউ আশাহত হয়ে থাকেন তো ক্ষমা চাইছি।


> আমার কথাবার্তা অনেকের কাছেই বড় চাঁছাছোলা, কর্কশ, নির্মম, অসহিষ্ণু মনে হতে
> পারে। পান থেকে চুন খসার উপক্রম হলেই আমি হাউকাউ করা শুরু করে দিই বলে আমার উপর
> বিরক্ত হওয়াটাও মোটেই অস্বাভাবিক নয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে এর আগে এই
> মেইলিং লিস্টে অনেক কিছুই আমরা 'ছোটখাট' বলে ইগনোর করে যেতাম। এবং সেই নমনীয়তার
> ফলাফল ছিল এক পর্যায়ে মহা কাদা ছোঁড়াছুঁড়ি, অতপরঃ মেইলিং লিস্ট পুরোপুরি বন্ধ।
> এবার যখন আবার চালু হয়েছে, আমরা পুরোনো ভঙ্গুর পথে না গিয়ে অতীত থেকে শেখার
> চেষ্টা করছি। এতে যদি আমাকে রাক্ষস-খোক্ষস কিংবা কেহেরমানের মত খলনায়ক মনে হয়
> তবে তাই সই। Because, someone has to get his hand dirty to keep things clean.
> নিজের ইমেজের কথা ভেবে এই হাত নোংরার কাজটা যখন আর কেউ করতে চান না, তখন আমিই
> নাহয় ঘাড়ে নিলাম।
>

ভাই আর কেউ না জানুক অন্তত তুমি জানার কথা যে তুমি যে দ্বায়িত্বটা আজ
'ক্ষমতাবান' হয়ে করছো/করতে চাইছো সেটাই আমি করেছি, করতাম, করবো কোনরূপ ক্ষমতার
অধিকারী না হয়েই। তুমিই বরংচ আমাকে বারংবার বলতে যে, "ভাই কি দরকার আপনার এই সব
নিয়ে মাথা ঘামাবার। আপনি একেবারেই সাধারন ব্যবহারকারীদের মতো কাজ করুন, খামোখা
বিতর্কে জড়িযে কি লাভ?" তবে আমি বিশ্বাস করি সাধারন ব্যবহারকারীদের অধিকার
সংরক্ষনে যদি শুধু মাত্র বির্তক নয় যদি আরো কঠিন কোন পথ মাড়াতে হয় তো আমি
মাড়াবো। "আমি বাংলাদেশী, আমি মুসলমান। একবারই মরে, দুইবার না।"


> ( বি.দ্র.: আমাকে কারো গালাগাল দিতে ইচ্ছা করলে মনের সুখে দিয়ে দেবেন, মনে মনে
> কিল ঘুষিও মারতে পারেন, আমি কিছু মনে করব না। শুধু শুধু পুষে রেখে দয়া করে
> নিজের মানসিক শান্তি নষ্ট করে একলা একলা কষ্ট পাবেন না। সেইসাথে সবকিছু শুধরে
> নিয়ে আমার পাতি খলনায়কগিরির সাধ জন্মের মত ঘুঁচিয়ে দেয়ার সনির্বন্ধ অনুরোধও
> রইল। )
>

আমি কাউকে গালাগাল করি না আর মনে রাগ পুষেও রাখি না। আমি যা বলার সরাসরি বলে
দিই। আর নায়ক কিংবা খলনায়ক মানুষ নিজের কাজে সময়ের সাথেই পরিনত হয় আর সময়েই
নির্ধারন করে নায়ক কিংবা খলনায়কের পরিনতি। বাস্তব জীবনে আমি দু'টোর কোনটাই না
হয়ে অতি সাধারন একজনই। তবে মাঝে মধ্যে পথ/মঞ্চ নাটকের একজন অভিনেতা হিসেবে মাঝে
মাঝে কঠিনতম (খলনায়কের) চরিত্রগুলো আমাদের দলের প্রয়োজনে মুরুব্বী সদস্য হিসেবে
আমাকেই তুলে দিতে হয়।

আর মনে কষ্ট পেয়েছি এই জন্যে যে তোমার কাছ থেকে অন্তত কোন মন্তব্য পাবার আগে
সেটা একটা মাত্রা রক্ষা করে। এবারের মন্তব্যগুলোতে সেই মাত্রাটা হারিয়ে
গিয়েছিলো। এটাই মনঃকষ্টের কারন।

আসুন সকলে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একীভূত হই এবং কাজ করি বাংলাদেশে
লিনাক্সের প্রসার বেগবান করার লক্ষ্যে। দেশ আমাদের, মাটি আমাদের আর এঁর
উন্নতিকল্পে সকল দায়ভার ও তাই আমাদেরকেই নিতে হবে।


ধন্যবাদ সবাইকে।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>

===================

এই মেইলটা বেশ আগের এবং এটার পরে একই প্রশ্নের উত্তর আমি দিয়েছি তাই এখানে সেটা
দেখে বাহুল্যবোধ হলে একটু কষ্ট করে এড়িয়ে যান। কেননা এই মেইলটা লিস্টে যায়নি
এবং সবাই পাননি। ফলে অনেক কথাই জটিলতায় পর্যবাসিত হয়েছিলো। যদিও ত্রুটিটা
মেইলিং লিস্টের তবু লিস্টের একজন আদি ব্যবহারকারী হিসেবে, সবার কাছে পরিস্থিতি
ঘোলাটে হওয়ার কারনে দুঃখ প্রকাশ করছি।

আশা করছি লিস্টের এডমিনরা আরো একবার সতর্ক মনযোগ দেবেন এই বিষয়ে।

ধন্যবাদ সবাইকে।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list