[Ubuntu-BD] উবুন্টুতে avertv go 007 fm tv card কিভাবে চালাবো।

sagir khan sagir42 at gmail.com
Sun Jun 26 15:41:11 UTC 2011


ZM.Mehdi Hassan
ভাই আপনার ০৫ নংটা সত্যিই কষ্ট দিলো। আমি বিশেষ শিক্ষায় পড়ি  বলে জানালার জ্যাজ
সফটওয়্যার সম্পর্কে আমি জানি। তাই উবুন্টুতে এমন কিছু খুজছিলাম। আমি আপনাদের
কাছে জানতে চাইবো চাইবো করে আর চাওয়া হচ্ছে না। কিন্তু আপনিতো আশায় গুরো বালী
করে দিলেন।

*
*
২৬ জুন, ২০১১ ৯:৩০ pm এ তে, maSnun <mailbox at masnun.me> লিখেছে:

> মেহেদী ভাইয়ের সাথে পুরোপুরি একমত । যদি উইন্ডোজে চলে তাহলে লিনাক্সেও চলবে ।
> দরকার শুধু ড্রাইভারের। আপনি আপনার কার্ডের মডেল গুগলে সার্চ করে দেখুন কোন
> সমাধান পান কিনা। না পেলে উবুন্টু ফোরামে (ubuntuforums.org) এ পোস্ট করে
> দেখুন
> । তাও না হলে এগুলো উবুন্টুর ডেভেলপার টীমকে জানান বা লঞ্চপ্যাডে রিপোর্ট করূন
> । থেমে যাবেন না । আর গুগলের সহায়তা নিন প্রচুর । এই মেইলিং লিস্টে আমরা অল্প
> কয়েকজন মানুষের অবদান আছে । গুগলে আছে হাজার হাজার মানুষের অবদান । তাই যে কোন
> সমস্যা ফোরাম বা মেইলিং লিস্ট এ পোস্ট করার আগে একটু গুগলে খুজে নিলে অনেক
> কাজে
> দেয় ।
>
> গুগল করতে করতে সারাদিনে আমার প্রায় ৪-৫ ঘন্টা চলে যায়। অনেক কিছুই গুগল করি।
কিন্তু সেগুলোই আপনাদের জানাই যেগুলো আমি ব্যর্থ হয়েছি। একবার ব্যর্থ হওয়াতে
একটু সাহস হারিয়ে ফেলেছি।


> 2011/6/26 ZM.Mehdi Hassan <mehdi680 at gmail.com>
>
> > সগীর ভাই
> >
> > আপনার উপর শান্তি বর্ষিত হোক
> >
> > আপনি এবার থামবেননা। টিভি কার্ডের সমস্যা সমাধান করেই ছাড়বেন। লিনাক্সে কিছু
> > সমস্যা অনেকদিন থেকে অমিমাংসিত থেকে যাচ্ছে। বার বার বলা হচ্ছে, ওমুক মাল
> > একেবারে রদ্দি। কিন্তু ওই রদ্দি মাল ঠিকই জানালায় চলছে। অবশ্য এটা স্বিকার
> করি
> > এক সময লিনাক্সে অনেক বেশী সমস্যা ছিল। যা আস্তে আস্তে দুরিভুত হয়েছে। এক
> সময়
> > মেসিন সহসা বন্ধ হলে পুনরায় পিসি চালানো ছিল দুরহ। কত কারিসমা করে চালাতে
> হত।
> > এখন আমার পিসিতে ৩ মাস ইউপি এস নাই। প্রতিদিনই বার বার হঠাৎ করে বন্ধ হচ্ছে
> > (বিদ্যুতের জন্য) । ফাইল সিস্টেম est4। যাক।
> >
> > এখন লিনাক্সে চলেনা এমন অমিমাংসিত কাজ গুলো নিম্নরুপ.......
> >
> > ১। সিসিটিভি সিস্টেম
> > ২। টিভি কার্ড
> > ৩। ডঙ্গল (বাংলা লায়ন)
> > ০৪। কিছু প্রিন্টার (যেমন canon ip1300)
> > ০৫। স্ক্রিন রিড়ার (অন্ধদের জন্য) ইত্যাদি।
> >
> > নতুন করে কেউকি আবার চেস্টা শুরু করবেন? ধন্যবাদ।
> >
> >
>
>
> --
> ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
> *
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list