[Ubuntu-BD] লিনাক্স জরিপ, ২০১১

Tanvir Hasan tanvir89 at gmail.com
Thu Jun 30 19:56:09 UTC 2011


On 30-06-11 23.52, সাজেদুর রহিম জোয়ারদার wrote:
> প্রিয় সবাই
>
> আমি নিজে ব্যক্তিগত ভাবে রাজশাহী, খুলনা, রংপুর ও সিলেট বিভাগে সরাসরি
> জনসচেতনতা মূলক প্রচারনা ও তথ্য সংগ্রহের কাজ করতে বলেছি আমাদের ফাউন্ডেশন ফর
> ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ এর স্বেচ্ছাসেবীদেরকে। এছাড়াও প্রতিটা ক্যাম্পাসেই
> এই মূহুর্তে পরীক্ষা চলছে। তাই এক সপ্তাহ মতো সময় বৃদ্ধি করলে মনে হয় আমরা আরো
> বেশ কিছু লিনাক্স ব্যবহারকারীর তথ্য পেতাম।
>
> আপনাদের সক্রিয় মতামত আশা করছি।
>
আমি মনে করি আর সময় বাড়ানো উচিৎ হবেনা। কারন এর আগে যখন ১মাস সময় বাড়ান হল 
তখন বলা হল এখন গ্রীষ্মের ছুটি, স্কুল-কলেজ, ভার্সিটি বন্ধ সময় বাড়ালে আরও অনেক 
ইউজার পাওয়া যাবে। এভাবে সময় বাড়ালে পড়ে আরও সময় বাড়ানোর কথা আসবেই। তাই 
এখানেই শেষ করা উচিৎ।

তানভীর হাসান।



More information about the ubuntu-bd mailing list