[Ubuntu-BD] তথ্য শেয়ারিং
Miah M. Hussainuzzaman
mmhzaman at gmail.com
Sat May 7 16:35:52 UTC 2011
@শাবাব ও শিপলু
সেক্ষত্রে এটাকে চেকবক্স করে দিলেই একাধিক ডিস্ট্রো সিলেক্ট করা যাবে। তবে
এখানে লিনাক্স ব্যবহারকারী কয়জন সেটাই বেশি গুরুত্বপূর্ণ তথ্য বলে মনে হয়।
জেলার তথ্যটা লাগানো দরকার। দ্রুত আশেপাশের মানুষ খুঁজে নিতে সহায়ক হবে।
@অয়ন:
শিপলুরটা কিংবা আমারটা মডিফাই করা হউক। কারণ দুটাতেই ভাল ভাল কিছু বিষয় উঠে
এসেছে, কম্বাইন করলে চমৎকার হবে।
আমি বলি কি, শিপলুরটাতে ব্যবহারকারীর জেলার তথ্য লাগিয়ে সেটাই ব্যবহার করা হউক।
আমি অফ যাই।
- শামীম
Mobile phone: +8801731 216 486
Homepage <http://sites.google.com/site/mmhzaman/home> ; ব্লগসমূহ: পরিবেশ
প্রকৌশলীর প্যাচাল <http://hussainuzzaman2.blogspot.com/> ; খিচুড়ী
ব্লগ<http://hussainuzzaman.blogspot.com/>;
সচলায়তন <http://www.sachalayatan.com/hussainuzzaman>
More information about the ubuntu-bd
mailing list