[Ubuntu-BD] তথ্য শেয়ারিং

Arif Uddin arifrhb at gmail.com
Sun May 8 09:09:49 UTC 2011


সবচেয়ে ভাল হয়, যে ফর্ম পূরণ করতে হবে সেটা রেখে অন্যটা মুছে দেয়া এবং সবাইকে
আবার নতুন করে ফিলাপ করতে বলা। ভুত পদ্ধতিটা সবচেয়ে ভাল হবে বলে আমি বিশ্বাস
করি।


*---
Md. Arif Uddin *
Dhaka, Bangladesh
Mobile: +88 017 15 865458
E-mail: arifrhb at gmail.com
http://www.sobkichu.com
http://www.ankursoftbd.com/arif


2011/5/8 Miah M. Hussainuzzaman <mmhzaman at gmail.com>

> আমার করাটা এখন শেয়ার বন্ধ করে দিচ্ছি। ওখানকার ডেটাগুলো শিপলুরটাতে কপি করে
> দিতে পারি (ফর্ম পূরণ করেই করবো)।
>
> ইতিমধ্যে অন্য ডেটার মধ্যে যাদের ডেটা আছে তাঁদের কিছু ফিল্ড খালি আছে (পরে
> যোগ
> করার কারণে) ওগুলো ম্যানুয়ালি আমি বা শিপলু ঠিক করে দেব। কিংবা সবচেয়ে ভাল হয়
> সবকিছু ঠিক করে আগের সব ডেটা মুছে ঘোষনা দিয়ে দেয়া। ইতিমধ্যেই যাঁরা ফর্ম
> ফিলাপ
> করেছেন আশা করি আবার ফর্ম ফিলাপ করতে তাঁরা মাইন্ড করবে না।
>
> এটা ভুত থেকে ভুতের মত পদ্ধতিতে করতে হবে। অর্থাৎ আমার পরিচিত লোকদের যারা
> নিজেরা করতে পারবে না বলে মনে হয় (অফলাইন) তাদেরটা আমি নিজেই করে দেব। হয়তো
> কিছু ডেটা পূরণের আগে ফোনে জিজ্ঞেস করে নিতে হবে।
>
> আমার বউও লিনাক্স ব্যবহার করে, কারণ বাসায় আমরা একই ডেস্কটপ শেয়ার করি। আমি
> আমার বউকে এই ফর্ম ফিলাপ করার জন্য ইমেইল করতে পারি, কিংবা নিজেই পূরণ করতে
> পারি।
>
> এই ফর্মের ঘোষণাটা বিভিন্ন ফোরাম ও ব্লগে আরও ছড়িয়ে দেয়ার অনুরোধসহ ছড়িয়ে দেয়া
> যেতে পারে। আর সাথে সাথে অন্য কৌতুহলীদের জন্য লেখাপড়ার লিংক থাকলে ভাল হয়।
> যেমন: অভ্রনীলের ব্লগের উবুন্টু সেকশন, তারেকের মুশকিল আসান ব্লগ, প্রজন্ম
> ফোরামের লিনাক্স সাবফোরাম, লিনাক্স মিন্ট বাংলাদেশের হোমপেজ, আমাদের প্রযুক্তি
> ফোরামের উবুন্টু ইনডেক্স এবং লিনাক্সদেশ ফোরাম ইত্যাদি।
>
> অথবা,
>
> নিজেদের পরিচিত মেইলিং লিস্টে ছড়িয়ে দেয়ার অনুরোধসহ দেয়া যেতে পারে।
>
> ৮ মে, ২০১১ ১১:৫১ am এ তে, shiplu <shiplu.net at gmail.com> লিখেছে:
>
> > অনেক ডাটা এন্ট্রি হয়ে গেছে। বার বার এটা এডিট করাটা ঠিক হবে না।
> > আপনি শামীম ভাইকে বলতে পারেন। তার এডিট করার পারমিশন আছে।
> >
> >
> > --
> > Shiplu Mokadd.im
> > Follow me, http://twitter.com/shiplu
> > Innovation distinguishes between follower and leader
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
> শামীম
> Mobile phone: +8801731 216 486
> Homepage <http://sites.google.com/site/mmhzaman/home> ; ব্লগসমূহ: পরিবেশ
> প্রকৌশলীর প্যাচাল <http://hussainuzzaman2.blogspot.com/> ; খিচুড়ী
> ব্লগ<http://hussainuzzaman.blogspot.com/>;
> সচলায়তন <http://www.sachalayatan.com/hussainuzzaman>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list