[Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।

Abhi arup281 at gmail.com
Mon May 9 07:10:27 UTC 2011


আরেকটা সমাধান হলো রেস্ট্রিক্টেড ড্রাইভারের পরিবর্তে আপনি এনভিডিয়ার
থ্রি-ডি ওপেনসোর্স ড্রাইভার ব্যবহার করতে পারেন, বরং কিছু ক্ষেত্রে এটি
রেস্ট্রিক্টেড ড্রাইভারের চেয়ে ভালো পারফরমেন্স দেয়, উবুন্টু ১০.১০ থেকে
এটি রিপোতেই দেওয়া হচ্ছে- libgl1-mesa-dri-experimental
এটি ইন্সটল করলে আপনি বিল্ট-ইন ওপেনসোর্স nouveau ড্রাইভার দিয়ে 3D
সাপোর্ট পাবেন, ইতিমধ্যে ওপেনসুয্যেতে এটি দেওয়া হয়েছে ও বেশ ভালোই কাজ
করছে, এমনকি উবুন্টু ১০.১০ তে টেস্ট করে দেখা হয়েছে, ঐখানেও কাজ করছে
(তথ্যসূত্র- সারিম খান)।


On 5/9/11, M. Adnan Quaium <adnan.quaium at linux.org.bd> wrote:
> আপনি উবুন্টুকে রিকভারি মোডে চালু করুন। এনভিডিয়ার নতুন ড্রাইভার প্যাকের
> ভার্সন হচ্ছে Nvidia 270.41.06। আপনার সফটওয়্যার রিপোতে গিয়ে nvidia-current
> লিখে দেখুন যে আপনার ইন্সটলকৃত ভার্সনটি একই কী না।
>
> 2011/5/9 sagir khan <sagir42 at gmail.com>
>
>> কেউ কি সমস্যাটার সমাধান দিতে পারলো না?
>>
>>
>> --
>> ধন্যবাদ
>> সগীর হোসাইন খান
>> _______________________________________________________________
>> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽
>>>> _______________________________________________________________
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
>
> --
> M. Adnan Quaium
>
> URL: http://adnan.quaium.com
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>


More information about the ubuntu-bd mailing list