[Ubuntu-BD] তথ্য শেয়ারিং
Miah M. Hussainuzzaman
mmhzaman at gmail.com
Mon May 9 08:57:10 UTC 2011
@মেহদী ভাই,
জ্বী সম্পন্ন বলেই মনে করছি। কারণ মেইলে এ বিষয়ে আর তেমন কোন দ্বিমত পাচ্ছি না।
ইতিমধ্যেই এই শুমারি শুরু হয়েছে। আশা করছি নির্দিষ্ট একটা সময় পরে (ধরুন ৩১শে
মে) এটাতে ডেটা গ্রহণ বন্ধ করে ফলাফল প্রকাশ করতে পারি। আমার আগের মেইলে
প্রকাশিত ডেটার লিংক দেয়া হয়েছে।
ব্যাজের ব্যাপারটা ভালই। তবে এটা আগামী শুমারীর জন্য তোলা থাক। এবারের ভুলগুলো
শুধরে আগামী বছর আবার শুমারী করা যেতে পারে।
ডেটা দেখার জন্য আবার লিংকটা দিচ্ছি:
https://spreadsheets.google.com/spreadsheet/pub?hl=en&hl=en&key=0ArK3UaAF5-8KdHkwSm5Nb2JwdFNVOF9maWpUakl1eHc&single=true&gid=0&output=html
এটা অটোমেটিক আপডেট হতে থাকবে। প্রতিদিন আমি শুধু একবার করে সর্ট করে দেব যেন
একই জেলার ডেটা একসাথে হয়ে থাকে।
@ শাবাব,
কোন ডেটাগুলো প্রকাশিত লিংকে দিব সেটা নিয়ে একটা ব্রেইন স্টর্মিং হউক?
ফোন নং আর ইমেইল বা ঠিকানা বাদে সবই দেয়া যায় বলে মনে হয়?
অপ্রকাশিত ফোন আর ইমেইলগুলো পরবর্তীতে বন্টু-মিন্টুর আড্ডা বা এ ধরণের
অনুষ্ঠানের সময়ে ইমেইল করতে ব্যবহার করা যেতে পারে। এর দায়িত্ব আমি বা অন্য
আগ্রহী যে কেউ নিতে পারেন।
ধন্যবাদ।
৯ মে, ২০১১ ৯:৪৪ am এ তে, ZM.Mehdi Hassan <mehdi680 at gmail.com> লিখেছে:
> শামিম ভাই , শিপলু ভাই ফর্মের সকল কাজ কি সম্পর্ন? সবাই যদি রাজি
> থাকেন তবে শুক্রবার (১৩.০৫.১১) ৯ টায় আমরা শুমারি শুরু করতে পারি।
>
> ধন্যবাদ সবাইকে। যারা এব্যাপারে অক্লান্ত পরিশ্রম করছেন এবং নতুন নতুন আইডিয়া
> দিয়ে সহযোগীতা করছেন।
>
> --
> শ্যামলিমা
> +8801678702533
>
> সভাপতি
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
শামীম।
Mobile phone: +8801731 216 486
Homepage <http://sites.google.com/site/mmhzaman/home> ; ব্লগসমূহ: পরিবেশ
প্রকৌশলীর প্যাচাল <http://hussainuzzaman2.blogspot.com/> ; খিচুড়ী
ব্লগ<http://hussainuzzaman.blogspot.com/>;
সচলায়তন <http://www.sachalayatan.com/hussainuzzaman>
More information about the ubuntu-bd
mailing list