[Ubuntu-BD] Important notice to all Gmail users from the Free Software Foundation
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Wed May 11 03:19:45 UTC 2011
প্রিয় জুয়েল ভাই
এই রকম একটা বিষয় সবার সামনে সরাসরি উপস্থাপনের জন্য আপনাকে ধন্যবাদ। আমি
জিমেইলের সার্ভিসগুলো নিয়ে আসলে এই ধরনের মনোপলি খেলার চিন্তাটা বহু আগে থেকেই
করছি। তবে ততটা গুরুত্ব দিইনি কেননা গুগলের মতো প্রতিষ্ঠান এই ধরনের কাজ তাঁর
লাখো কোটি ব্যবহারকারীদের সাথে করবে এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। এই নোটিশটা
আমার ধারনা কে বিশ্বাসে পরিনত করলো।
একই সাথে ফেসবুক নামক যন্ত্রনাটাও আমাকে একসময় কষ্ট দিচ্ছিলো। বারংবারই মনে
হচ্ছিলো যে ওটা কোন ধরনের তথ্য নিরাপত্তা দেয় না। আর তাই ওটাকে 'তালাক' দিয়ে
দিয়েছিলাম। :)
যোগাযোগের জন্য জিমেইল এর সার্ভিস এখন পৃথিবীব্যাপী জনপ্রিয়। তাই আশা করি
জিমেইল কর্তৃপক্ষের টনক নড়বে এই ধরনের কাজ সাধারন ব্যবহারকারীদের সাথে করার
আগে। আর তা না হলে বাধ্য হয়ে আমাদেরকে মানে সচেতন ব্যবহারকারীদেরকেই সচেতনভাবে
জিমেইলের বেসিক এইচটিএমএল দৃশ্যায়ন ব্যবহার করতে হবে, যাতে করে জাভাস্ক্রিপের
ক্ষতিকারক যন্ত্রনায় না পড়তে হয়।
ধন্যবাদ সবাইকে।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list