[Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।

shiplu shiplu.net at gmail.com
Wed May 11 08:12:59 UTC 2011


সগীর ভাইয়ের জ্ঞ্যাতার্থে জানিয়ে রাখছি।
উবুন্টু ১০-৪ আসার আগে আমি ৮-১০ ব্যববার করতাম। ৮-৪ ব্যবহার করার কথা ছিল
কিন্তু ঐ এলটিএসটা ভাল ছিল না প্রথমে। এবং পরে ৮-৪-১ আসে যেটা কিনা অনেক
স্টেবল। কিন্তু ততদিনে বিরক্ত হয়ে গিয়েছিলাম। আসল কথা হল যেটাতে কাজ চলছে সেটাই
ইউজ করছি। ৬ মাস পরপর উবুন্টু ইন্সটল করার কোন মানেই  হয় না।
এখন ১০-৪ ব্যবহার করছি। এটা আরো বহুদিন ব্যবহার করব। মিনিমাম ২ বছর।

-- 
Shiplu Mokadd.im
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
Innovation distinguishes between follower and leader


More information about the ubuntu-bd mailing list