[Ubuntu-BD] আমার উবুন্টু ১১.০৪ খুলছে না।
Abhi
arup281 at gmail.com
Wed May 11 10:48:59 UTC 2011
আমি একেবারে উবুন্টু ১০.০৪ রিলিজের পরেরদিন থেকে শুরু করে ১১.০৪ রিলিজের
দিন পর্যন্ত একটানা ইউজ করেছি, এরপর ন্যাটি ইন্সটল করলাম, আমার সিস্টেমে
ভালোই চলছে, ফলে এখানেই পড়ে আছি। কিন্তু যদি কারো সিস্টেমে সমস্যা করে
তাহলে নতুন ভার্সন ইন্সটল না করে এলটিএস বা যে ভার্সন ভালোভাবে চলতো সেটা
রেখে দেওয়াই যুক্তিযুক্ত। যেমন আমি ন্যাটি সম্ভবত ২০১২ এর এপ্রিল
পর্যন্ত ইউজ করবো, এরপর ১২.০৪ এলটিএসে শিফট করার প্ল্যান আছে। তবে যেটাই
ইউজ করুন, সবসময় লিনাক্সের সাথেই থাকুন :)
On 5/11/11, sagir khan <sagir42 at gmail.com> wrote:
> ভাই আমি আবার আপডেট করার জন্য পাগল হয়ে যাই। আপডেট না করা পর্যন্ত শান্তি পাই
> না। মনে হয় আপনাদের মত আর একটু ধীর স্থির হওয়ার প্রয়োজন রয়েছে।
>
> ১১ মে, ২০১১ ২:১২ pm এ তে, shiplu <shiplu.net at gmail.com> লিখেছে:
>
>> সগীর ভাইয়ের জ্ঞ্যাতার্থে জানিয়ে রাখছি।
>> উবুন্টু ১০-৪ আসার আগে আমি ৮-১০ ব্যববার করতাম। ৮-৪ ব্যবহার করার কথা ছিল
>> কিন্তু ঐ এলটিএসটা ভাল ছিল না প্রথমে। এবং পরে ৮-৪-১ আসে যেটা কিনা অনেক
>> স্টেবল। কিন্তু ততদিনে বিরক্ত হয়ে গিয়েছিলাম। আসল কথা হল যেটাতে কাজ চলছে
>> সেটাই
>> ইউজ করছি। ৬ মাস পরপর উবুন্টু ইন্সটল করার কোন মানেই হয় না।
>> এখন ১০-৪ ব্যবহার করছি। এটা আরো বহুদিন ব্যবহার করব। মিনিমাম ২ বছর।
>>
>> --
>> Shiplu Mokadd.im
>> My talks, http://talk.cmyweb.net
>> Follow me, http://twitter.com/shiplu
>> Innovation distinguishes between follower and leader
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>
More information about the ubuntu-bd
mailing list