[Ubuntu-BD] উবুন্টু ব্যবহারকারীদের উবুন্টুবাজ গ্রুপে যোগ দিতে আহ্বান করছি।
Md Ashickur Rahman Noor
ashickur.noor at gmail.com
Thu May 12 03:42:07 UTC 2011
ফেসবুক ছাড়া অন্য কিছু দিন।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in
Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
Thank you
Md Ashickur Rahman
2011/5/11 sagir khan <sagir42 at gmail.com>
> প্রিয় উবুন্টু ব্যবহারকারীরা
> আমি যখন এক বছর আগে উবুন্টুতে আসলাম তখন আমার উৎসাহ আর দেখে কে? আমি নিজে যেন
> উবুন্টুর ব্রান্ড এম্বাসেডর হয়ে গেলাম। যাকে পাই তাকেই উবুন্টুর কথা বলি।
> বন্ধুদের কান ঝালাপালা করে দিলা। তাদের কাছে আমার একটাই দাবি। আস সবাই মিলে
> উবুন্টু ব্যবহার করি। সবাইকে উৎসাহ দিতে খুলে ফেললাম
> উবুন্টুবাজ<http://www.facebook.com/home.php?sk=group_170310323001083>নামে
> একটি গ্রুপ। আহ্বান করলাম উবুন্টু ব্যবহারের। কিন্তু এক বছরে আমি ছাড়া আর
> কাওকেই আমি উবুন্টু ব্যবহার করাতে পারিনি। এই আমার ব্যর্থতা।
> তাই চিন্তা করলাম শুধু বন্ধুদের নয় এখন সব উবুন্টু ব্যবহাকারীকে আমি এই গ্রুপে
> যুক্ত করবো। এতে করে একটি লাভ হবে। কতজন আমরা উবুন্টু ব্যবহার করছি তার একটি
> আনঅফিসিয়াল হিসাব থাকবে আমার সমস্যায় পড়বে সাহায্য পাওয়া যাবে।
> এই গ্রুপ খোলার পেছনে আর একটি বিষয় কাজ করেছিল। যারা উবুন্টু ব্যবহার করে
> তাদের
> খুজে বের করা এবং কে কার কাছের এলাকায় থাকে তা খুজে দেখা যাতে করে নতুনরা আরো
> বেশি উৎসাহ পায় কাছের মানুষকে দেখে এবং সমস্যায় পড়লে তার সাথে সরাসরি দেখা
> করতে
> পারে।
> আশা করি সকল উবুন্টু ব্যবহারকারিরা আমার এই ক্ষুদ্র প্রয়াসে অংশগ্রহণ করবে।
> উবুন্টুবাজ <http://www.facebook.com/home.php?sk=group_170310323001083>
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list