[Ubuntu-BD] উবুন্টুতে .tar.bz2 ফাইল ইনস্টল করবো কি করে?
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Thu May 12 17:42:19 UTC 2011
সগীর ভাই
এত কষ্ট না করে ডেব প্যাকেজটা নামায়ে নিন না। তাহলেই তো ঝামেলা চুকে যায়। সোজা
ডবল ক্লিক করে ইনস্টল করবেন। ব্যস কাজ শেষ।
আর তা না করতে চাইলে --
১। আপনার tar.bz2 আর্কাইভ টাকে এক্সট্র্যাক্ট করেন একটা ফোল্ডারে।
২। এরপর ওই নতুন ফোল্ডারে টার্মিনাল থেকে ব্রাউজ করেন।
৩। এরপর টার্মিনালে কমান্ড দিন --
sudo aptitude install checkinstall
৪। ইনস্টল হয়ে গেলে তারপরে কমান্ড দিন --
sudo checkinstall প্যাকেজের নাম.tar.bz2
এতে করে আপনার প্যাকেজের একটা ডেব প্যাকেজ তৈরী হবে এবং ইনস্টল হবে। আর
পরবর্তীতে এই ধরনের প্যাকেজগুলো ইনস্টল করার পর সিন্যাপটিক থেকেই আনইনস্টল করতে
পারবেন।
ধন্যবাদ।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list