[Ubuntu-BD] Important notice to all Gmail users from the Free Software Foundation

Shabab Mustafa shabab at linux.org.bd
Fri May 13 20:48:15 UTC 2011


On Sat, May 14, 2011 at 1:53 AM, Mohammad Mukhtaruzzaman
<jewel98 at gmail.com>wrote:

> http://www.fsf.org/blogs/community/gmail-jstrap
>

আমার প্রশ্নের উত্তর পেলাম না। আমি জানতে চাচ্ছি যে বলা হচ্ছে জিমেইল
'প্রোপ্রাইটরি স্ক্রিপ্ট' ব্যবহার করে সেগুলোর নাম / কাজ কি?

আমি জিমেইল ব্যবহার করি এর ওয়েব ইন্টারফেসের অ্যাডভান্সড ফিচারের জন্য। ডেক্সটপ
ক্লায়েন্ট ব্যবহার করা আমার জন্য মোটেই সুবিধাজনক নয়। আর যদি বেসিক এইচটিএমএল
ব্যবহার করতে হয় তাহলে যদু-মধু-কদু মেইল দোষ করল কি?

আরো একটা কথা হচ্ছে ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের কিছু কিছু ব্যাপারে আমার নিজের
ভাল রকম খটকা আছে। 'ব্যবহার করো না' বললেই তো কাউকে ব্যবহার করা থেকে বিরত রাখা
যাবে না।  MS Word এর বদলে OpenOffice Writer ব্যবহার করি কারণ এর ফিচার
কাছাকাছি। এখন OO Writer এর বদলে আমাকে AbiWord ব্যবহার করতে বললে আমি অবশ্যই
সেটা ব্যবহার করতাম না। হয়ত পাইরেটেড MS Word ই ব্যবহার করতাম। কারণ AbiWord
দিয়ে আমার চাহিদা পূরণ হবে না। আমাকে উপযুক্ত বিকল্প না দিলে আমি ফ্রি
সফটওয়্যার ব্যবহারে আগ্রহী হব কেন?  GNU প্রজেক্ট বা FSF এর উপর আমার কিছু
বিরক্তি আছে এই কারণে।

আরো একটা ব্যাপার হল বলা হচ্ছে আমি যদি জিমেইল ব্যবহার করি তাহলে গুগলকে বলব
তার প্রোপ্রাইটরি জাভাস্ক্রিপ্ট উন্মুক্ত করে দিতে। এখন কথা হচ্ছে আমি তো
জিমেইল ব্যবহারের জন্য গুগলকে পয়সা দিই না। আমার কথা গুগল পাত্তা দেবে কেন? আমি
যদি জিমেইল ব্যবহার করা ছেড়ে দিই তাহলে গুগলের তেমন কিছু আসবে যাবে বলে তো মনে
হয় না।

FSF যদি উন্মুক্ত কোড ব্যবহার করে জিমেইলে কাছাকাছি, অন্তত ৭০% সমতুল্য, একটা
সার্ভিস চালু করে যদি ডাক দিত যে ভাই এটা ব্যবহার করুন, তাহলে নিশ্চয়ই সুইচ
করার কথা গুরুত্বের সাথে চিন্তা করতাম। খালি আমি কেন, আরো অনেকেই নিশ্চয়ই
চিন্তা করতেন।

মোদ্দাকথা, উপযুক্ত বিকল্প হাতে দেয়ার বদলে শুধু ফাঁকা বক্তৃতা দিয়ে খুব বেশি
লাভ নেই।


More information about the ubuntu-bd mailing list