[Ubuntu-BD] Chromium এ বাংলা সমস্যা

Abhi arup281 at gmail.com
Sun May 15 04:37:01 UTC 2011


আপনি কি সারিমের টুইক করা সোলায়মান লিপি ফন্টটি ব্যবহার করে দেখেছেন?
এটি দিয়ে গুগল ক্রোম/ ক্রোমিয়ামে ভালো বাংলা দেখা যায়, আপনি
pyfontfixer দিয়ে সিস্টেমের ফন্ট সেট করে দিন-
http://code.google.com/p/pyfontfixer/
এবার সোলায়মানলিপি ফন্টটি ব্যবহার করে দেখুন বাংলা কেমন দেখা যায়।
এধরনের ছোট ফন্ট সমস্যা আমার হয়েছিল লুসিডে থাকার সময়, pyfontfixer আর
সারিমের টুইক ফন্টটি ইউজ করে এখন ভালো বাংলা দেখা যায়।

On 5/15/11, Tanbin Islam Siyam <potasiyam at gmail.com> wrote:
> কিছু স্ক্রিনশট দিতে পারেন? অন্য ফন্ট ব্যবহার করে দেখুন সমস্যা হয় কিনা।
>
> 2011/5/15 sagir khan <sagir42 at gmail.com>
>
>> ইউনিকোড ফন্ট হিসেবে Siyam Rumapi ঠিক করে দিলাম। কিন্তু তার পরও বাংলা ফন্ট
>> সমস্যা করছে। বাংলা ফন্ট তুলনামূলক ভাবে ইংরেজী ফন্টের চাইতে ছোট দেখাচ্ছে।
>> আবার একই পাতার কিছু কিছু শব্দ দেখাচ্ছে না।
>> সামহোয়্যার ইন ব্লগের সমস্যা হচ্ছে। ফন্ট দেখা যাচ্ছে না। আবার দেখা গেলেও
>> অনেক
>> ছোট আর চিকন দেখাচ্ছে।
>>
>> --
>> ধন্যবাদ
>> সগীর হোসাইন খান
>> _______________________________________________________________
>> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽
>>>> _______________________________________________________________
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
>
> --
> Tanbin Islam Siyam
> potasiyam.wordpress.com
> potasiyam.deviantart.com
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>


More information about the ubuntu-bd mailing list