[Ubuntu-BD] আমার এই আসউুস নিয়ে আসউুস করতে করতে লিনাক্স ব্যাবহার করব সারা জীবন।
istiaque ahamed
ahamedistiaque at yahoo.com
Tue May 17 09:21:24 UTC 2011
প্রিয় ভাইয়ারা ,
কেমন আছেন, আশা করি সবাই ভাল আছেন। আমি লিনাক্স মিন্ট ১০ জুলিয়া এবং উবুন্টু ১১.৪ ব্যাবহার করছি । কিন্তু ব্যাবহার করতে গিয়ে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে যেমন : আমার একাটি নাম করা কি না জানি তবে নাম টি তার জানি আসউুস। এই আসউুস নিয়ে আমার যত জল্পনা কল্পনা কারন এটি আমার ল্যাপটপ। আমি ল্যাপটপটি কিনি একটা মোটামুটি ভাল পরিচিত দোকান থেকে যাতে ভববিষ্যতে কোন সমস্যা হলে তা যেন
তারাতাড়ি সমাধান পাওয়া যায়। কিন্তু এ দেখি উল্টো কোন কিছুতেই কিছু হয়না । ও এ কথা শুধু কেন লিখছি সমস্যাটা তো লিখছি না , তাই সমস্যা টা হল ল্যাপটপ টি র অপারেটিং থাকে না, তা যে অপারেটিং হোক না কেন (যেমন : জানালা ২০০৩, জানালা ৭, উবুন্টু,কুবুন্টু, লিনাক্স মিন্ট ইত্যাদি)। অপারেটিং দেওয়ার পর কখনও ১-২ ঘন্টা বা বড় জোর ২-৩ দিন থাকে তারপর অপারেটিং ক্র্যাস হয় ফলে আমাকে আবার অপারেটিং দিতে
হয়। আসউুস এর সাথে যোগাযোগ করে কোন লাভ হয়নি ,তাদের মেইন শাখাতে ইমেইল করে কোন লাভ হয়নি,তারা যোগাযোগ করতে বলে পান্ত পথের আসউুস সাভিসিং সেন্টারে ,সেখানে গেলাম তারা কোন কিছু পরীক্ষা না করে সরাসরি বলে দিল ভাইরাসের সমস্যা । আমি সেদিন প্রথম জানলাম লিনাক্স এ ভাইরাস ধরে !!! তারা আমার পার্টিশান ডিলিট করে নতুন করে পার্টিশান তৈরী করে দিল। আর বলে দিল লিনাক্স ব্যাবহার করলে
আমরা(আসউুস সাভিসিং সেন্টার) কোন পণ্য সেবা দিব না। তারা আমাকে উন্ডৈাজ ৭ ব্যাবহার করার জন্য বলে এবং নামি একটা এন্টি ভাইরাস কিনতে বলে যেটার দাম প্রায় ২২০০-২৫০০ টাকা তাহলে আর কোন সমস্যা হবে না । অবশেষে কি করা গেলাম পরিচিত দোকান টি তে গিয়ে একই অবস্থা উন্ডোজ দিয়ে এন্টি ভাইরাস কিনতে বলে ।
আমার এই আসউুস নিয়ে আসউুস করতে করতে লিনাক্স ব্যাবহার করব সারা জীবন।
আমার এই লেখাটা শুধু লিনাক্স প্রেমীদের জন্য যারা আজীবন লিনাক্স ব্যাবহার করবে এবং আমি করব কেউ করবে কিনা জানি না।
ধন্যবাদ
ইসতিয়াক আহম্মেদ।
More information about the ubuntu-bd
mailing list