[Ubuntu-BD] Writing Bangla in KDE

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Wed May 18 03:08:40 UTC 2011


প্রিয় সমীর

১। আপনি ibus-m17n প্যাকেজটা সিন্যাপটিক থেকে ইন্সটল করুন
২। তারপর System>>Administration>>Language support থেকে Input Method হিসেবে
ibus কে সিলেক্ট করে দিন
৩। এরপর System>>Preferences>>Keyboad Input Methods/ibus Preferences থেকে
ইউনিজয় লে আউটকে যুক্ত করুন এবং বাই ডিফল্ট থাকা inscript কে সরিয়ে দিন।
৪। লগঅফ করে লগইন করুন।

আশা করি আপনি খুব ভালোভাবেই যে কোন অ্যাপ্লিকেশনেই এখন বাংলা যথাযথভাবেই লিখতে
পারবেন।

ধন্যবাদ।

-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list