[Ubuntu-BD] উবুন্টু ১০.০৪ এর এপিটন সিডি দিয়ে ব্যাকাপ করা ডাটা দিয়ে ১১.০৪এ সেগুলো ইন্সটল করতে পারবো?

ajom mahmud ajomraj at gmail.com
Sat May 21 04:23:14 UTC 2011


প্রিয় সবাই,
শুভেচ্ছা নিবেন।
এই মাত্র হাতে এসে পৌঁছলো- উবুন্টু ১১.০৪।
এটা ইন্সটল দিবো ভাবছি। কিন্তু যেহেতু আমি লিমিডেট আর
জুম ইন্টারনেট ব্যবহার করি তাই আমার ১০.০৪ এর এপিটন সিডি দিয়ে
ব্যাকাপ করা ডাটা গুলো খুব প্রয়োজন।
অর্থাৎ আমি আগের ১০.০৪ এ যেসব প্যাকেজ ও প্রোগ্রাম ইন্সটল করেছিলাম
সেগুলো এপিটন সিডি দিয়ে ব্যাকাপ নেয়া আছে। এখন আমি কি উবুন্টু ১১.০৪ এ
সেগুলো ইন্টারনেট ছাড়া ইন্সটল করতে পারবো।
প্রসঙ্গত উল্লেখ্য এর আগের ভার্সনটিতে এপিটন সিডি দিয়ে ব্যাকাপ করা ডাটা
কোন কাজেই আসেনি।

বিষয়টির ব্যাপারে অভিজ্ঞজনের পরামর্শ চাইছি।

বিণত
আজম
রাজশাহী।


More information about the ubuntu-bd mailing list