[Ubuntu-BD] উবুন্টু ভিডিও টিউটোরিয়াল

Shabab Mustafa shabab at linux.org.bd
Sat May 21 17:13:00 UTC 2011


@আশিকুর

সংক্ষিপ্ত উপায়:
-----------------
রেকর্ডমাইডেক্সটপ ইন্সটল করে ভিডিও বানান আর আপলোড করেন

পর্যায়ক্রমিক উপায়:
----------------------
১। রেকর্ডমাইডেক্সটপ ইন্সটল করুন
২। ভিডিও তৈরি করুন
৩। আপলোড করুন

বিস্তারিত উপায়:
------------------
স্ক্রিনকাস্ট কি করে তৈরি করতে হয় সেটার জন্য যতদিন না একটা স্ক্রিনকাস্ট ভিডিও
তৈরি করছি ততদিন অপেক্ষা করুন।

কিন্তু তার আগে বলুন উইকি বইয়ের প্রজেক্টে কেমন সময় দিচ্ছেন? শুধু শুধু একটা
থেকে আরেকটায় লাফালাফি করে তো কোন লাভ নাই, তাই না? আর আমার নামের বানানটা
'শাবাব', 'সাবাব' নয়।

@সবাই,
কোন প্রজেক্টের নাম শুনলে প্রথমেই সবাই হাঁ হাঁ করে ঝাঁপিয়ে পড়ছি আর দুই দিন
পরে যখন  ধৈর্য্য এবং অধ্যবসায়ের সময় আসছে তখন কাকপক্ষীও দেখা যাচ্ছে না এটা
আমাকে বেশ পীড়া দিচ্ছে।

---
Shabab Mustafa
Liaison Person
Ubuntu Bangladesh
https://wiki.ubuntu.com/Shabab


2011/5/21 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>

> সাবাব ভাই উবুন্টু ১০.০৪ এর জন্য কি কি করতে হবে বলেন। আর কিভাবে করব তাও
> বলেন।
> দেখি কতদুর করতে পারি। কেননা আমি উবুন্টু ১১.০৪ এখনও সবাইকে দেই না। যারা আগে
> উবুন্টু চালাতে অভস্ত তাদের দেই।
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in
> Bangladesh<
> http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
> Thank you
> Md Ashickur Rahman
>
>
>
>
> 2011/5/21 Abhi <arup281 at gmail.com>
>
> > হুমম, এবার অনেকটাই পরিষ্কার।
> >
> > On 5/21/11, Shabab Mustafa <shabab at linux.org.bd> wrote:
> > > 2011/5/21 Abhi <arup281 at gmail.com>
> > >
> > >> কিন্তু এটি কি কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানের ব্যানারে *বাজারে* আসবে?
> > >>
> > > আপনি কি বাজারজাত করতে ইচ্ছুক ?
> > >
> > > মানে এই ভিডিও টিউটোরিয়াল গুলোতে কোন প্রতিষ্ঠান বা সংস্থার নাম ব্যবহার
> করা
> > >> হবে কি?
> > >>
> > > এইটি এখনো আমার ব্যক্তিগত প্রজেক্ট। যদিও ভিডিও তৈরির পরিকল্পনা প্রথম
> > করেছিলাম
> > > ১০.০৪ এর জন্য, বিভিন্ন প্রতিকুলতার কারণে সেটা বাস্তবায়ন হয়নি। গত
> কিছুদিন
> > > যাবত আমি ১১.০৪ এর স্ক্রিপ্টিং এর কাজ করছি (যদিও গতি মন্থর)। কাস্টিং এর
> > কাজ
> > > এখনো শুরু হয়নি।
> > >
> > > এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় সমস্যা হলো ইন্টারনেট কানেকশনের টপিকগুলো
> > কভার
> > > করা। এই পর্যন্ত প্রায় ৮ রকমের কানেকশন সনাক্ত করেছি যেগুলো সাশারণত আমরা
> > > ব্যবহার করি. কিন্তু এরপরও অনেক 'অসাধারণ' কানেকশন বাকি রয়ে যাচ্ছে।
> > > ---
> > > Shabab Mustafa
> > > Liaison Person
> > > Ubuntu Bangladesh
> > > https://wiki.ubuntu.com/Shabab
> > > --
> > > Ubuntu Bangladesh
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> >
> > --
> > -------------------------
> > Abhi
> > Opensource Enthusiast
> > My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
> > Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
> > E-mail <abhi_69 at ovi.com>
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list