[Ubuntu-BD] bleachbit -এ কোন কোন অপশনে টিক দিবো না?

M. Adnan Quaium adnan.quaium at ubuntu-bd.org
Thu May 26 04:01:06 UTC 2011


সগির ভাই,

অন্যদের কথায় কিছু মনে করবেননা। আপনি যে কত ঝামেলা করার পরও উবুন্টু শিখছেন
সেটা অন্যরা জানেনা কিন্তু আমি তো জানি! নিজের ব্যস্ততার অযুহাতে আপনাকে ঠিক
ঠাক ভাবে সাহায্য করতে পারতামনা বলে খুবই খারাপ লাগতো। অনেকদিন ব্যবহার না করলে
অনভ্যস্ততায় অনেক কিছু ভুল হওয়াটাই স্বাভাবিক, এতে লজ্জা পাবার কিছু নেই। তবে
এটা নিয়ে কাউকে খোঁচা দেয়াটা নিতান্ত অন্যায় বলে মনে করি আমি। আশা করি দুঃখ
ভুলে গিয়ে আমাদের সাথেই থাকবেন।

যাই হোক, আমি ব্লিচবিটের চেয়ে "উবুন্টু টুইক" (Ubuntu Tweak) পছন্দ করি এবং
সবাইকে সাজেস্ট করি। এটাতে মোছামুছি (এবং আরো অন্যান্য কাজ) করা অনেক সহজ।
প্রয়োজনীয় কোন কিছু 'ভুল' করে ডিলিট হয়ে যাবার কোন সম্ভাবনা থাকেনা। সবচেয়ে বড়
কথা এটার ইন্টারফেস খুব সহজ যার ফলে অনেক মাস পর ব্যবহার করতে বসলেও, কোথায়
ক্লিক করতে হবে তা নিয়ে মাথা চুলকাতে হয়না। :)

-- 
M. Adnan Quaium
https://launchpad.net/~adnan.quaium
https://wiki.ubuntu.com/maqtanim
http://adnan.quaium.com/


More information about the ubuntu-bd mailing list