[Ubuntu-BD] Compiz Config Setting করতে গিয়ে টাইটেল বার চলে গিয়েছে।

sagir khan sagir42 at gmail.com
Sat May 28 12:34:51 UTC 2011


Compiz Config Setting এ মূলত 3ডি ডেস্কটপ সেটিং করতে গিয়েছিলাম। এক ওয়ার্ক
স্পেস থেকে আরেক ওয়ার্ক স্পেসে যেতে ৩ডি ভিউ দেখাবে। কিন্তু সেটিং করতে গিয়ে কি
দিয়ে কি করলাম হঠাৎ লক্ষ্য করলাম আমার সব উইন্ডোগুলোর টাইটেল বার নেই। তাই
উইন্ডোগুলো সরাসরি ক্রস করা যাচ্ছে না। নিচের পেনেলে রাইট বাটন ক্লিক করে ক্লোজ
করতে হচ্ছে। এর সাথে আরেকটি সমস্যা হল কি বোর্ডের print screen এ ক্লিক করে বা
accessories-take screenshot নেওয়া যাচ্ছে না। তাই আমার উইন্ডোগুলোর কি অবস্থা
তা আপনাদের দেখাতে পারলাম না।

এই সমস্যা থেকে মুক্ত হবো কি করে?

-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list