[Ubuntu-BD] আপনি কি মনে করেন? লিনাক্স কি আসলেই উন্ডোজের সমান সমান না?

Habib Kabir kobir_eee at yahoo.co.uk
Tue May 31 03:09:32 UTC 2011


সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জিনিস ক্লিয়ার করে দেবার জন্য।

তবে আমার প্রশ্নটার যথার্থ উত্তর এখনো পাইনি। প্রশ্নটা ছিল ""লিনাকস উইন্ডোজের সমান 
সমান হতে পারবে কিনা ""। আমি এখানে ডেস্কটপের কথা বলছি। সার্ভার বা গুগলফেজবুক 
লিনাকসে চলে এগুলো জানতে চাচ্ছিনা, আমি জানতে চাচ্ছি ডেস্কটপে লিনাকসের ভবিষ্যত কি 
বলে মনে করেন? নিচের লিংকে গেলে দেখা যায় যে মাত্র ১% লোক লিনাকস ব্যবহার করে। অথচ 
কেবলমাত্র আইফোনের ব্যবহারকারীর সংখ্যাই লিনাকসের প্রায় ২ গুন।
http://en.wikipedia.org/wiki/Usage_share_of_operating_systems


More information about the ubuntu-bd mailing list