প্রিয় সবাই, ধরুন, একটা ফাইল ডাউনলোড করার চারটা ইউআরএল -এ আছে। এখন যদি আমি এরিয়া ২দিয়ে একসাথে এই চার অ্যাড্রেস থেকেই ফাইল নামাতে চাই তাহলে কী করতে হবে বা কমান্ড (ল্যুসিডে) কী হবে? ধন্যবাদ শোয়েব বরিশাল।