[Ubuntu-BD] নিচের পেনেলে একটিভ ইউন্ডোগুলো ড্রাগ এন্ড ড্রপ করতে পারছি না।
Ahmad Firoz
firoz.ngk at gmail.com
Tue May 31 19:23:03 UTC 2011
ধন্যবাদ । কিভাবে করলেন সমস্যা টার সমাধান ?
2011/6/1 sagir khan <sagir42 at gmail.com>
> আমি ভেবেছিলাম বোধহয় কারো কাছে আমার মেইলটি পৌছেনি। যাক অবশেষে সমস্যার সমাধান
> হয়েছে।
>
> ১ জুন, ২০১১ ১:০২ am এ তে, Ahmad Firoz <firoz.ngk at gmail.com> লিখেছে:
>
> > কম্পিজ কনফিগে সর্বশেষ এ যে উইন্ডো ম্যানেজ ম্যন্ট আছে দেখেন তো ওটায় মুভ
> > উইন্ডো ফীচার টি এনাবল করা কিনা ? ওখানের কয়েক টি ফানশন এনাবল ডিজেবল করে
> > দেখুন
> > কিছু হয় কিনা ?
> >
> > 2011/5/30 sagir khan <sagir42 at gmail.com>
> >
> > > আমি গত কয়েক দিনে উবুন্টুতে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো করেছি সেগুলো হল
> > > গ্রাফিক্স কার্ড ইনস্টল দিয়েছি এবং compiz config setting manager ইনস্টল
> > করে
> > > তা নিয়ে বেশ কয়েকবার ঘাটাঘাটি করেছি।
> > > হঠাৎ করেই লক্ষ্য করলাম আমি নিচের পেনেলে একটিভ উইন্ডোগুলো ড্রাগ এন্ড
> ড্রপ
> > > করতে পারছিনা। মাঝে একবার কি ভাবে যেন ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু এখন আবার
> একই
> > > অবস্থা। বুঝতে পারছি না কি করবো বা কি করতে হবে?
> > >
> > >
> > > --
> > > ধন্যবাদ
> > > সগীর হোসাইন খান
> > > _______________________________________________________________
> > > ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽
> ✽
> > ✽
> > > _______________________________________________________________
> > > --
> > > Ubuntu Bangladesh
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> >
> >
> >
> > --
> > From,
> > Firoz Ahmad(ত্রিনিত্রির রাশিমালা)
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
From,
Firoz Ahmad(ত্রিনিত্রির রাশিমালা)
More information about the ubuntu-bd
mailing list