[Ubuntu-BD] অন্য ইউজার দ্বারা হোম ফোল্ডার এক্সেস করাবো কিভাবে?
maSnun
masnun at gmail.com
Fri Nov 18 08:09:19 UTC 2011
ওইটা কি গ্রাব রিকভারি কনসোল না টার্মিনাল?
> 2011/11/18 SYeeF <syeef.ahmed at gmail.com>
>
> > আমার পরিচিত একজন উবুন্টু ব্যবহারকারীকে নতুন উবুন্টু ১১.১০ ইন্সটল করে
> দেয়ার
> > পর কিছু দিন ব্যবহার করার পর হঠাৎ উবুন্টু ক্রাশ করলো। পিসি অন করলে কালো
> > স্ক্রিন আসে... তাতে _ (underscore) ব্লিপ করতে থাকে। কোন কমান্ডই লেখা যায়
> > না। তার হোম ফোল্ডারের ডাটা উদ্ধার করার জন্য পেন-ড্রাইভ থেকে উবুন্টু লাইভ
> > রান করে ঐ হোম ফোল্ডারের যাওয়া যায় কিন্তু কোন কিছু এক্সেস করা যায় না।
> >
> > 1. এ অবস্থায় করনীয় কি? কিভাবে ডাটা গুলা কপি করে অন্যত্র স্টোর করে
> রাখবো?
> > 2. পুরো হোম ফোল্ডারকে কিভাবে পাবলিক এক্সেস দিয়ে রাখা যায়?
> >
>
--
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com <http://masnun.com>
More information about the ubuntu-bd
mailing list