[Ubuntu-BD] উবুন্টু ১০.১০ এ কি বাংলা লেখার ক্ষেত্রে অভ্র'তে বিজয় কি বোর্ড প্যাচটা ব্যবহার করা যায়?
Nazmul Hasan Rahat
in.rahat at gmail.com
Mon Nov 21 06:22:28 UTC 2011
ধন্যবাদ জামাল ভাই...জাতীয় লেআউটটা ব্যবহার করার চেষ্টা করছি...আশা করি
অভ্যস্থ হয়ে যাবো...
গিম্প আর ইন্কস্পেস সম্পর্কে একটু আধটু জানি...সত্যি বলতে কি ইন্কস্পেস একটা
দারুণ সফটওয়ার...কিন্তু একেবারেই কাজের জায়গা থেকে বলি...এখনো তা এডোবি''র মতো
সাবলীল হয়ে ওঠে নাই। তবে কিছু বিকল্প অপশন আছে যা সত্যিই দারুণ। আমি দুটো
মিলেই কাজ করি। তবে গিম্প দক্ষতা একেবারেই নেই বললেই চলে। আর কাজের ক্ষেত্রে
স্বাচ্ছন্দ্য একটা বড় বিষয়...জানেনই তো...
ভালো থাকবেন।
2011/11/21 Jamal Uddin <prativasic at gmail.com>
> রাহাত ভাই,
> আপনার জন্য আরেকটা ভাল সাজেশন হল, জাতীয় লেআউট ব্যবহার করুন। এটা উবুন্টুর
> সাথেই দেয়া থাকে, এর জন্য আলাদা করে কিছু ইনস্টল করতে হবে না। আর আপনার জন্য
> এর সবচেয়ে বড় সুবিধা হল, এর সাথে বিজয়/ইউনিজয়ের পার্থক্য খুবি অল্প (মাত্র ২টা
> কী আলাদা)। এটা এক্টিভ্যাট করতে হলে 'System'->'Preference'->'Keyboard' -এ
> যান। ‘Layout’ ট্যাবে গিয়ে ‘Add’ বাটনে ক্লিক করুন। যে উইন্ডো আসবে সেখানে
> ‘Country’ হিসেবে ‘Bangladesh’ এবং ‘Variants’ হিসেবে ‘Bangladesh’ নির্বাচন
> করে দিন।
> উবুন্টুতে ANSI মুডে লেখা যায় কিনা জানা নেই। তাই এডোবির প্রোডাক্টগুলো চালাতে
> চাইলে আপাতত উবুন্টু না চালানোই মনে হয় ভাল হবে আপনার জন্য (ধরে নিচ্ছি আপনি
> বিকল্পগুলো - অর্থাৎ গিম্প, ইন্কস্কেপ এগুলো সম্পর্কে জানেন এবং সেগুলোতে
> আপনার কাজ হয় না)।
>
> *- মোঃ জামাল উদ্দিন*
> সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর-১৭৫১
> ====================
> FOSS Bangladesh Volunteer
> Linux Mint User, Ubuntu Translator
>
>
>
> 2011/11/20 Nazmul Hasan Rahat <in.rahat at gmail.com>
>
> > দারুণ। ধন্যবাদ। ইউনিজয় হলেও চলবে। অনেক কাছাকাছি ফলে দ্রুত অভ্যস্ত হওয়া
> > যাবে। আরেকটা বিষয়ও জানার ছিলো, আমি বাংলা ফন্ট ইন্সটলের চেষ্টা করে ব্যর্থ
> > হয়েছি। যেমন আমি ANSI মুডে লেখতে চাই। কিন্তু এই উপায়টাও জানা নেই। এত
> ঝামেলা
> > করার কারণ হচ্ছে আমি উবুন্টুতে এডোবি'র প্যাকেজগুলো ব্যবহার করার চেষ্টা
> করছি।
> > আমি ইলাষ্ট্রেটর ১০ ও ফটোশপ ৭ পর্যন্ত আরামেই ব্যবহার করতে পেরেছি। আপডেটের
> > ক্ষেত্রে সম্ভবত সিএস৪ প্যাকেজ পর্যন্ত হয়, এবং এটা আমার কাজের জন্য জরুরী।
> > এটা হলেই উইন্ডোজকে পুরোপুরি খেদিয়ে দিতে পারি। আর যেহেতু ইউনিকোড বাংলা এই
> > এডোবি'র প্যাকেজগুলোতে ক্রিয়াশীল নয়, ফলে আনসি মুডের বাংলা ফন্টগুলোও
> জরুরী।
> >
> > ভালো থাকবেন।
> >
> > 2011/11/20 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
> >
> > > প্রিয় রাহাত
> > >
> > > ২০ নভেম্বর, ২০১১ ৩:০৯ pm এ তে, Nazmul Hasan Rahat <in.rahat at gmail.com
> > > >লিখেছে:
> > >
> > > > উবুন্টুতে অভ্র ব্যবহার করে বাংলা লেখা যায়। এতে ডিফল্ট যেই কি বোর্ড
> গুলো
> > > > দেয়া আছে তাতে অভ্যস্ত নই। অভ্র'তে বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য
> > উইন্ডোজে
> > > > একটা প্যাচ আছে। উবুন্টুতে কি এমন কিছু করা যায়? গেলে কিভাবে?
> > > >
> > >
> > > আপনি আইবাস / স্কীম দিয়ে ইউনিজয় লে-আউটে বাংলা লিখতে পারেন। এটা বিজয়ের
> > > কাছাকাছি ডিজাইনের একটা লে-আউট। এজন্যে আপনাকে প্যাকেজ ম্যানেজার থেকে
> > > ibus-m17n অথবা scim-m17n (নিজ পছন্দানুযায়ী) সব ডিপেন্ডেন্সি সহ ইন্সটল ও
> > > কনফিগার করে নিতে হবে।
> > >
> > > ধন্যবাদ।
> > > --
> > > রিং
> > > +8801671411437
> > >
> > > মহাসচিব
> > > ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> > >
> > > প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
> > > ২০১১<
> > >
> >
> http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
> > > >"
> > > ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
> > ।।
> > > সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> > > সদস্য, উবুন্টু
> > > বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> > > --
> > > Ubuntu Bangladesh
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > >
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list