[Ubuntu-BD] cant install Avro
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Mon Oct 3 17:25:18 UTC 2011
প্রিয় সাজ্জাদ হোসাইন ভাই
আমাদের এই মেইলিং তালিকাটা শুধুই বাংলাভাষার ব্যবহারকারীদের জন্য। তাই খুবই
ভালো লাগে যখন প্রশ্নগুলো বাংলাতে পাই। আমার মনে হয় না যে বাংলাদেশের সাধারন
লিনাক্স ব্যবহারকারী মানে এই আমাদেরকে বোঝানোর কোন দরকার আছে যে আমরা কে, কোন
বিদেশী ভাষায়, কতটা দক্ষ। বাঙ্গালীর সন্তান শুধুমাত্র ফেব্রুয়ারী মাসে উন্মাদনা
না দেখিয়ে সারা বছর নিয়মিত চর্চায় নিজ মাতৃভাষার মান এবং নিজের ভাষাগত জ্ঞানের
উন্নতি করাটাই আমার কাছে সমীচিন মনে হয়।
যাই হোক কাজের কথা বলি। আপনি ৬৪বিট সিস্টেমে ৩২বিট অ্যাপ্লিকেশন চালাতে চাচ্ছেন
(উবুন্টু ভিত্তিক ডিস্ট্রোর জন্য স্কীম অভ্র ফোনেটিক লেআউটটা ৩২ বিটের জন্য
রিলিজ করা হয়েছে)। এক্ষেত্রে আপনার জন্য পথ রয়েছে দুটো।
১। scim-avro র পুরো কোড ওপেন করাই আছে। ওটা নামিয়ে নিয়ে ৬৪বিটের জন্য কম্পাইল
করে নিতে পারেন।
২। ia32libs নামে (নামটা ভুল হবার কথা না। তবু আমি যেহেতু ৬৪বিট ব্যবহার করি না
তাই ছোটখাটো ভুল ক্ষমা করে দেবেন) একটা প্যাকেজ পাবেন আপনার সিস্টেমের প্যাকেজ
ম্যানেজারে। ওইটা সকল ডিপেন্ডেন্সী সহ ইন্সটল করে নিন। তারপর ৩২ বিটের
প্যাকেজটাকে অতি সহজেই ইন্সটল, কনফিগার ও ব্যবহার করতে পারবেন।
আশা করি আপনার কাজ উদ্ধার হয়ে যাবে। প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
২০১১<http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list