[Ubuntu-BD] cant install Avro

Sazzad Hossain sazzadais at gmail.com
Tue Oct 4 09:19:04 UTC 2011


vai e ra ami to kon solution pailam na

2011/10/4 sagir khan <sagir42 at gmail.com>

> এক সময় আমি ইউনিজয় ব্যবহার করতাম এবং এতে বেশ দক্ষ ছিলাম। কিন্তু মনে হলো এর
> চাইতে উবুন্টুতে অভ্র ইজি ব্যবহার করলে আমি সহজেই জানালাতেও অভ্র ইজি পেয়ে
> যাচ্ছি এর ফলে ক্যম্পাসে এবং বন্ধুদের পিসিতে সমস্যা হবে না। শাবাব ভাইয়ের
> সহযোগীতা নিয়ে অভ্র ইজি সেট করে নিয়েছি।
>
> তাছাড়া ইউনিজয়/ইউনিবিজয় নাকি জব্বার সাহেব দেখতে পারেন না। কবে আবার উবুন্টু
> থেকে ইইনিজয় বাদ দিয়ে দেয়। তাই সময় থাকতে ইউনিজয় ছেড়ে দেওয়া ভালো।
>
>
>
> ৪ অক্টোবর, ২০১১ ১২:৫৯ pm এ তে, Pavel Sayekat <pavelsayekat at gmail.com
> >লিখেছে:
>
> > প্রিয় সাজ্জাদ ভাই,
> > আমি অভ্র ছাড়াই বাংলা লিখছি। আমার মনে হয় আপনারো অভ্রের দরকার নাই। অবশ্য
> আমিও
> > একসময় চেষ্টা করেছিলাম অভ্র ইনস্টল করতে কিন্তু ডিপেন্ডেন্সি সমস্যা
> কোনভাবেই
> > সমাধান করতে পারিনি। আপনি উবুন্টু'র জন্যে বাংলা ল্যাংগুয়েজ প্যাক ইনস্টল
> করে
> > নিন এবং কিবোর্ড অপশনে গিয়ে বাংলা কিবোর্ড এড করে নিন। এছাড়া আপনি
> > system-preference-iBus option এ গিয়ে অভ্র এর ইউনিবিজয় লে-আউট এড করে নিতে
> > পারেন। আপনার প্যানেল এ USA/Ban অপশন আসবে, সেখানে মাউস ক্লিক করে আপনি
> ইচ্ছে
> > মত বাংলা অথবা ইংরেজি লিখতে পারবেন।
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903


More information about the ubuntu-bd mailing list