[Ubuntu-BD] Making Ubuntu available in 50 languages

Shabab Mustafa shabab at linux.org.bd
Tue Oct 4 23:05:47 UTC 2011


সামান্য তথ্যগত সংশোধনী:
--------------------------------
অনুবাদের বর্তমান অবস্থা ৭১%। প্রথম ৫০টি ভাষায় বাংলাকে অন্তর্ভুক্ত হতে হলে
৮০% অনুবাদ সম্পন্ন হতে হবে। আমাদের প্রয়োজন হচ্ছে ৯ শতাংশ।

কিভাবে অনুবাদ করবেন:
---------------------------

১. অনুবাদ করবার জন্য প্রথমেই আপনার Launchpad -এ ( https://launchpad.net/ )
একটি একাউন্ট থাকতে হবে। একাউন্ট না থাকলে সহজেই রেজিস্ট্রেশন করা যাবে।
২. https://translations.launchpad.net/ubuntu/oneiric/+lang/bn এইখানে পাবেন
বাংলার বর্তমান ট্রান্সলেশনগুলো। বাম দিকে যে অ্যাপলিকেশন লিস্ট আছে সেখানে
অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করলেই অনুবাদের ইন্টারফেস পাবেন।
৩. কোন সমস্যা হলে যোগ দিন Launchpad এর Ubuntu Bengali Translators দলে।
(লিংক: https://launchpad.net/~ubuntu-l10n-bn )


অনুবাদ করার সময় খেয়াল রাখুন:
------------------------------------

১. অনুবাদ করার সময় আগের-পরের স্ট্রিংগুলো কিভাবে অনুবাদ করা হয়েছে তা একটু পড়ে
দেখুন। তাহলেই অনেক ইংরেজি টার্মের বাংলা প্রয়োগ সম্পর্কে ধারণা পাবেন।
২. অনুবাদ করার পরে উইন্ডোর নিচে ডান কোনায় 'Save and Continue' বাটনটি চাপতে
ভুলবেন না। নইলে আপনার অনুবাদ কিন্তু সেভ হবে না।
৩. আপাতত পুরনো অনুবাদ শোধরানোর চাইতে অনুবাদ করা হয় নি এমন নতুন স্ট্রিংয়ের
দিকে মনোযোগ দিন। পুরনো অনুবাদ শুধরে দিলে মোট অনুবাদের পরিমাণ বাড়ছে না।
শোধরানোর কাজটি আমরা ৬ তারিখের পরও করতে পারি।
৪. অনুবাদ করতে গিয়ে যদি এই মুহুর্তে কিছুই আপনার মাথায় না আসে বা বুঝতে
অসুবিধা হয় তবে আপাতত বিরত থাকুন। যেহেতু সময় খুবই স্বল্প, এই মুহুর্তে
অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা না করাই উত্তম। ৬ তারিখের পর ধীরে সুস্থে পরীক্ষা
নিরীক্ষা করতে পারবেন।

ধন্যবাদ।
---
Shabab Mustafa



2011/10/5 Shabab Mustafa <shabab at linux.org.bd>

> বন্ধুগণ,
>
> আগের মেইলেই অনেক তথ্য পাওয়া গেলে। উবুন্টুর জন্য বাংলা অনুবাদের বর্তমানে ৮০%
> শেষ। ৬ অক্টোবর উবুন্টু ১১.১০ এর জন্য ল্যাঙ্গুয়েজ প্যাক ফ্রিজ হয়ে যাচ্ছে। এই
> দুই দিনে সবাই মিলে একটু হাত লাগিয়ে বাকি ২০% শেষ করে ফেলতে পারলে উবুন্টু
> ১১.১০ অনুবাদের লিস্টে বাংলাও যোগ হতে পারে। আসুন সবাই মিলে একটু হাত লাগাই।
>
> ধন্যবাদ।
> ---
> Shabab Mustafa
>


More information about the ubuntu-bd mailing list