[Ubuntu-BD] Fwd: Courts in India directed to use Ubuntu
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Fri Oct 7 17:56:17 UTC 2011
২০০৩-২০০৫ সালের মধ্যেই ভারতে ট্রিপস চুক্তির আওতায় সফটওয়্যার চুরি কঠোর
আইনের প্রয়োগে বন্ধ করা হয় আর তার ফলাফল স্বরূপ
কোলকাতা/শিলিগুড়ি/ব্যাঙ্গলোর/দিল্লী (আমার দৌড় এইটুকু অবদিই) কোন
প্রযুক্তিবাজারে/দোকানে আমি বিগত ২০০৭-২০১১ সময়কালে একপিস পাইরেটেড
জানালা/ট্যালি/এন্টিভাইরাস 'র সিডি/ডিভিডি (হ্যাজাক বাত্তি/সার্চলাইট
জ্বালিয়ে খুঁজেও) পাইনি। আর এর সুফল স্বরূপ ওঁদের দেশীয় সফটওয়্যার শিল্প
কতটা উন্নতি লাভ করেছে এবং করছে তাতো আর আজ কারোর অজানা নয়। আজকে যাঁরা
আমাদের দেশে এই সফটওয়্যার প্রযুক্তির সাথে ওতপ্রতোভাবে জড়িয়ে জীবিকা
নির্বাহ করছেন তাঁদের জীবনমানের নিশ্চয়তা দিতে আমাদের এখানেও এই ট্রিপস
চুক্তির প্রয়োগ দেখবো আমরা অতি শীঘ্রই।
আমাদের সরকারের কাজ-কর্মেও এই হাওয়ার ধাক্কা এসে লাগবে, সময় সন্নিকটেই
(ইসলামী ব্যাংক প্রথম পদক্ষেপ ইতোমধ্যে নিয়ে ফেলেছে, ডিবিবিএল আর প্রাইম
আসন্ন চ্যানেলে আছে)। আর এজন্যে আমাদের দ্রুতই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে
হবে। প্রয়োজন প্রচুর পরিমানে সু-প্রশিক্ষিত, সচেতন
ব্যবহারকারী/প্রযুক্তিবিদ এবং যাঁরা এই হাওয়ায় নিজেদের ডানা মেলে দিয়ে
(কাজের চাপটুকু সামলে) এই দেশটাকে প্রযুক্তির জগতে উড়িয়ে নিয়ে যাবেন
উন্নতির শিখরে।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
২০১১<http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list