[Ubuntu-BD] উবুন্টু লোকো টীমের বর্তমান অবস্থা জানতে চাই

M. Adnan Quaium adnan.quaium at ubuntu-bd.org
Fri Oct 21 04:16:38 UTC 2011


ইদানিং ইন্টারনেট ব্যবহার করা কমে গেছে বলে যখন তখন মেইল চেক করা সম্ভব হয়না,
মেইল চেক করলেও সাথে জবাব দেয়াটাও সম্ভব হয়না। তাই সাজেদুর রহিম জোয়ারদার যখন
মেইল করেছেন সেটা আমি পড়েছি দেরীতে, তখন দেখি ইতিমধ্যেই শাবাব ভাই বেশ কিছু
ব্যাপারকে পরিস্কার করে দিয়েছেন। যদিও জবাবটা আমারই দেয়া উচিত ছিল, যেহেতু
সাজেদুর রহিম জোয়ারদার আমাকে ট্যাগ করে জবাবটা দিয়েছিলেন, তাই আমার আগেই জবাব
দেবার জন্য শাবাবভািকে অনেক ধন্যবাদ। উবুন্টুর নতুন পলিসি অনুযায়ী আমাদের লোকো
টিমের "আন অ্যাপ্রুভড" হয়ে যাবার ব্যাপারটা আরেকটু খোলসা করে লেখার পর পোস্ট
দিতে গিয়ে দেখি শাহরিয়ার ভাই ইতিমধ্যেই সে পোস্ট দিয়ে ফেলেছেন। তাই শাহরিয়ার
ভাইয়েরও ধন্যাবাদ পাওনা রইল।

যাই হোক যা অন্যরা বলেননি এবার সেসব বলি। আমাদের রিঅ্যাপ্রুভড হতে হলে যে
জিনিসগুলো *বেশি বেশি* দরকার তা হল
- সক্রিয় মেইলিং লিস্ট (যেটা আমাদের আছে)
- সক্রিয় আইআরসি চ্যানেল (চ্যানেল আছে কিন্তু সক্রিয়তা নেই)
- সক্রিয় ফোরাম (ফোরামও আছে কিন্তু সক্রিয়তা নেই)
- তথ্যময় উইকি (আমাদের উইকিটা কিন্তু বেশ সুন্দর)
- লঞ্চপ্যাড গ্রুপ (যেটা আমাদের আছে)

গত তিন চারমাস ধরে সব কিছু ধীরে ধীরে গুছিয়ে আনা হচ্ছে। উইকিটাকে নতুন করে
সাজানো হয়েছে, নতুন করে ফোরাম করা হয়েছে। ইনশাল্লাহ বাকীগুলোও সব হয়ে যাবে। তাই
যারা উবুন্টু স্বেচ্ছাসেবক/ব্যবহারকারী/কমিউনিটি সদস্য আছেন তারা যদি প্রথম ধাপ
হিসেবে ফোরাম আর আইআরসি চ্যানেলে বেশি বেশি উপস্থিত হন এবং অন্যদেরও অংশগ্রহনে
উৎসাহিত করেন তবে চ্যানেল ও ফোরাম দুটোই ধীরে ধীরে সক্রিয়তা পাবে। আশাকরি ৩০০
জন সদস্য'র অন্তত অর্ধেককেও আমরা উবুন্টুবিডির ফোরামে সক্রিভাবে দেখতে পাব।

ধন্যবাদ সবাইকে।




-- 
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim


More information about the ubuntu-bd mailing list