[Ubuntu-BD] উবুন্টুতে ওয়েব নামানোর সফটওয়্যার

sagir khan sagir42 at gmail.com
Mon Oct 24 15:30:58 UTC 2011


এবার বুঝতে পেরেছি। দেখি wget দিয়ে আরেকবার চেস্টা করে।

২৪ অক্টোবর, ২০১১ ৯:১১ pm এ তে, maSnun <masnun at gmail.com> লিখেছে:

> 2011/10/24 sagir khan <sagir42 at gmail.com>:
> > এটা ব্যবহার করেছি। প্রায় ঘন্টা খানেক ধরে সাইট নামতেই থাকে। শেষ হতে চায়
> না।
> > পরে আমি বন্ধ করে দিয়েছি।
> >
>
> সাইটে রিকার্সিভ কন্টেন্ট থাকলে সমস্যা, চলতেই থাকবে । তবে খেয়াল করলে
> টের পাওয়া যায় আমার যেটুকু দরকার সেটুকু নেমেছে কিনা
>
>
> > "You may want to use the "-p" parameter for for downloading dependencies
> as
> > well"
> > কথাটার অর্থ বুঝতে পারিনি। একটু বুঝিয়ে দিলে ভালো হত।
>
> -p এটা ব্যবহার করলে প্রয়োজনীয় ইমেজ, সিএসএস সহ ডাউনলোড হওয়ার কথা
>
> --
> Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list