[Ubuntu-BD] Is Mr. Shazedur Rahim Zoardar Ringku banned?
Abhi Aditya
abhi_69 at live.com
Thu Aug 2 05:25:21 UTC 2012
উনি কি ব্যান হয়েছেন নাকি উনার মেইল আটকে গেছে এটাই এখনো নিশ্চিত নয়। এভাবে এর আগে সারিম খানের কিছু মেইল আটকে গিয়েছিলো, এটা টেকনিক্যাল ত্রুটিও হতে পারে।তবে মূল ঘটনা যেটাই হোক, আশাকরি এডমিন ও মডারেটরগণ বিষয়টা খোলাসা করবেন।
> Date: Thu, 2 Aug 2012 10:42:38 +0600
> From: mehdi680 at gmail.com
> To: ubuntu-bd at lists.ubuntu.com
> Subject: Re: [Ubuntu-BD] Is Mr. Shazedur Rahim Zoardar Ringku banned?
>
> যদি টেকনিক্যাল কোন কারনে রিং ভাইয়ের মেইল আটকে থাকে তবে কিছু বলার নাই।
> কিন্তু বার বার তার মেইল টাই কেন আটকে যাবে। আমি কনফিউজ। যদি কারন দর্শানো
> নোটিশ ব্যতিত তাকে ব্যান করা হয়ে থাকে তবে, তাকে ব্যান উঠিয়ে নিলেও আমি তাকে
> উপদেশ দিব তার আর এই মেইলিং লিস্টে রেসপন্স করার দরকার নাই। এক সময় এই মেইলিং
> লিস্টের বিভিন্ন থ্রেড থেকে বিভিন্ন তথ্য পাওয়া যেত। এখন আর তেমন কিছু পাওয়া
> যায়না। শুধু পাওয়া যায় হিংসা, ক্ষোভ, কটাক্ষ, কাউকে ছোট করা
> ইত্যাদি।ঞ্জানীদেরউপস্থিতি আশংকাজনক হারে কমে গেছে।
>
>
> --
> জেড, এম, মেহেদী হাসান
> সভাপতি
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> Z.M. Mehdi Hassan
> Managing Director
> Digital Watch Limited
> website: www.digitalwatchltd.com
> email: info at digitalwatchltd.com
> mehdi680 at gmail.com
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list