[Ubuntu-BD] উবুন্টু নিয়ে একটি কর্মশালা করার চিন্তা করছি, আইডিয়া দেন

sagir khan sagir42 at gmail.com
Mon Feb 20 12:37:14 UTC 2012


একমত।
আরেকটা বিষয় আমরা মাথায় রাখতে পারি। অনুষ্ঠানগুলো নতুন, বর্তমান ব্যবহারকারী
ইত্যাদি দলে ভাগ করে করতে পারি। তাহলে সবার জন্যই উপকারী হবে।
আর একি জিনিষ বার বার আসা সত্যিই বিরক্তিকর।

২০ ফেব্রুয়ারী, ২০১২ ৬:৩৩ pm এ তে, Junayeed Ahnaf Nirjhor <
zombiegenerator at aol.com> লিখেছে:

> On 02/20/2012 06:29 PM, sagir khan wrote:
>
>> এগুলো করলেও অনেক ভালো হবে। আমরা যারা এতদিন উবুন্টু ব্যবহার করেও এগুলো
>> জানিনা তারা জানতে পারবো।
>>
>> আমি বলছিলাম নতুনদেরকে মাথায় রেখে।
>>
>>
>>
>>  ব্যাপার হল, অনেকেই নতুন এবং আগেও কিছু জিনিষে এসেছে। একই জিনিষ বার বার
> শুনতে তো কারো ভালো লাগে না। লিস্ট, কমিউনিটিতে মানুষকে আগ্রহী করে তুলতে হলে
> এই পুরানো কথা বাদ দিয়ে নতুন ইনিশিয়েটিভ নিতে হবে যাতে সবাই আগ্রহী হয়।
>
> আজ থেকে প্রায় ৩ বছর আগে বন্টু মিন্টুর আড্ডাতে (ভুল হতে পারে, ২ বছর মনে হয়)
> কি অসাধারণ দর্শক সমাগম হয়েছিল মনে আছে, পরে আর এমন হয় নাই কারণ ঐখানে মানুষ
> নতুন কিছু পেয়েছিল, পরে যেখানেই গিয়েছে তাতে একই জিনিষ বার বার দেখছে। আর
> কতদিন মানুষ এক জিনিষ ঘুরায় ফিরায় দেখবে?
>
> তাই আর কি, নতুনভাবে চিন্তা করা যায়। ফেইল করতে পারে, তবে তাতেই বা কি?
> পরিবর্তন সবসময়েই একটু কঠিন।
>
>
> --
> Junayeed Ahnaf Nirjhor
> Core Developer Intern, Diaspora
> Twitter - Nirjhor <http://twitter.com/nirjhor>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/**mailman/listinfo/ubuntu-bd<https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd>
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list