[Ubuntu-BD] GNU/Linux খ্যাত কার্নেল এবার কম্পাইল হলো অ্যাপলের Clang কম্পাইলার দিয়ে
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Tue Jul 24 10:07:36 UTC 2012
প্রিয় সারিম ও অন্যান্য
২০ জুলাই, ২০১২ ৫:২৬ pm এ তে, Sarim Khan <sarim2005 at gmail.com> লিখেছে:
> http://llvm.linuxfoundation.org/
> http://www.youtube.com/watch?v=Jp04DMXH2Rg&feature=share
> http://en.wikipedia.org/wiki/Clang
>
> কিছুক্ষন আগে অনিরুদ্ধের টুইট থেকে খবর পেলাম লিনাক্স কার্নেলকে Clang
> কম্পাইলার দিয়ে কম্পাইল করা হয়েছে, কিছুদিন আগেই GNU/Linux নিয়ে মাঠ বেশ
> গরম ছিল,
লিনাক্সের জন্মের সময়ে জিসিসি ছাড়া আর কিছু ব্যবহৃত হয়েছিলো বলে আমার জানা
নেই। আর আমার এইটুকু জানার সত্যতা যাচাই করে নিতে গুগল করে লিনাক্সের জন্মকথার
ইতিহাসটুকু আন্তর্জালিক দুনিয়ার তথ্যভান্ডারগুলো থেকে যে কেউই জেনে নিতে
পারেন।
> তখন একটা যুক্তি শুনলাম যে GNU প্রজেক্টের তৈরী GCC কম্পাইলার ছাড়া লিনাক্স
> কার্নেলকে কম্পাইল করা যায় না, যদিও ইন্টেল এর c/c++ কম্পাইলার দিয়ে কম্পাইল
> করা যায়, এবার অ্যাপলের clang দিয়ে লিনাক্স কার্নেল কম্পাইল করা সম্ভব হওয়ায়
> সেই যুক্ত ভ্রান্ত প্রমানীত হলো।
এই যুক্তি কোথায় কিভাবে দেয়া ছিলো উল্লেখ করবে কি? তোমার জানার উৎসটুকু জানতে
পারলে আমিও হয়তো কিছুটা জ্ঞানার্জন করতে পারতাম।
> আশাকরি এখন থেকে GNU/Linux না বলে শুধু Linux বললে কেউ বকাঝকা করবেন না ;)
>
শুধুমাত্র লিনাক্স কার্নেলকে কখনোই লিনাক্স বলতে বাধা নাই। কিন্তু যখনই একটা
পুরোদস্তুর সিস্টেম বা ডিস্ট্রোকে শুধুই লিনাক্স ডিস্ট্রো বলা হবে তখনই
আপত্তি। কেননা মুক্ত সফটওয়্যারগুলোর ধারনার জন্ম আর সফল করার মূলে রয়েছে
জিএনইউ প্রকল্প। এখনো লিনাক্স ডিস্ট্রোগুলোর অধিকাংশে ব্যবহৃত সফটওয়্যার
সমূহের প্রতিটিই জিএনইউ প্রকল্পের অবদানে তৈরিকৃত।
আমি পূর্বেও বলেছি আবারো বলি একটু কষ্ট করে আরওএস মুভিটা দেখো। অনেক নিগূঢ়
তথ্য অনেক সহজে বর্ননা করা আছে ওতে।
আশা করি মুভিটা দেখে নেবার পর তোমার ভ্রান্তিটুকু কাটবে।
> যাহোক, আশাকরা যায় এর ফলে clang কম্পাইলারের সুবিধা গুলা লিনাক্স কার্নেল
> ডেভেলপারগন নিতে পারবেন এবং এর ফলে লিনাক্স কার্নেল আরো সামনে উৎকর্ষের দিকে
> এগিয়ে যাবে।
>
বিকল্প আসছে, আসবে সেটা ঠিক। হয়তো বা জিসিসি কে রিপ্লেস করাও যাবে। কিন্তু
মুক্ত সফট্ওয়্যারের যে ধারনা দিয়েছেন আরএমএস (রিচার্ড স্টলম্যান) আর তাঁর
বাস্তবায়নে জিএনইউ ও অন্যান্য যে অবদান গুলো রয়েছে সেগুলো অস্বীকার করে বা পাশ
কাটিয়ে যাবার বহু চেষ্টাও হয়তোবা হবে। তবে প্রযুক্তির দুনিয়ায় এটা করার চেষ্টা
করা বোকামি বা নির্বুদ্ধিতা হিসেবেই পরিগণিত হবে।
> হ্যাপি লিনাক্সিং :)
>
হ্যাপি লিনাক্সিং :)
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
More information about the ubuntu-bd
mailing list