[Ubuntu-BD] GNU/Linux খ্যাত কার্নেল এবার কম্পাইল হলো অ্যাপলের Clang কম্পাইলার দিয়ে

Abu Ashraf Masnun masnun at gmail.com
Tue Jul 31 13:27:49 UTC 2012


> The GNU people are the most ungrateful, they do not recognise this.
> They do not understand that they are successful because of Linux, not
> the other way around.


পুরোপুরি একমত । কাল রাতেও একটা ফেইসবুক গ্রুপে এ কথাই বলছিলাম । লিনাক্সে BSD
টুলগুলো বাদ দিয়ে GNU টুলগুলো ব্যবহার করা হয় বলেই মানুষ জিএনইউ চিনেছে ।
লিনাক্সে জিসিসি আছে বলেই মানুষ জিসিসি ব্যবহার করে । GNU টুলস বা জিসিসি আছে
বলে কেউ লিনাক্সে যায় না ।

GNU মতাদর্শীরা শুধু অকৃতজ্ঞই না, এরা আত্মপ্রচারে মগ্ন (উদাহরণ: uname ) ।
হয়তবা একারণেই লিনাক্স বিপ্লবের পিছনে লিনাস কিংবা শাটলওয়ার্থ এর যতটুকু অবদান
আছে, স্টলম্যানের ততটুকু নেই । আমার ক্ষুদ্রজ্ঞানে যতটুকু জানি লিনাক্স
কমিউনিটিও স্টলম্যান বা GNU ফ্যান না, এদের আগ্রাসী ভাবধারা অনেক ক্ষেত্রেই
লিনাক্স কমিউনিটি সমর্থন করে না ।

আশা করি আমদের লোকাল কমিউনিটিও আস্তে আস্তে এই ব্যপারগুলো সম্পর্কে আরো সচেতন
হবে ।


-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me


More information about the ubuntu-bd mailing list