[Ubuntu-BD] উবুন্টু ১২.০৪ রিলিজ পার্টি নিয়ে আলোচনা

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Mon Mar 5 18:38:38 UTC 2012


প্রিয় সাজ্জাদ হোসাইন

৫ মার্চ, ২০১২ ১০:৫৬ pm এ তে, Sazzad Hossain <sazzadais at gmail.com> লিখেছে:

> ধুর মিয়া আধা কথা কন ক্যান??? ৫ বছরই কন।
> তা ৫ বছর সাপর্ট থাকার সুবিধা কি?? আমিত Upgrade করতে পারছি Release হলেই।
>

ডেস্কটপে উবুন্টু'র কোন এলটিএস সংস্করন ইন্সটল করে নেন। টের পাইবেন। কেননা
এলটিএস আপগ্রেডেড হয় পরের এলটিএস সংস্করনেই। আর তাছাড়া আপনার পছন্দ থাকলে
পরবর্তী আপডেটগুলোই শুধু ইন্সটলাইবেন। আপগ্রেডের বিষয়টাও নিজ সুবিধা মত দুটো
সংস্করন পরপর করতে পারবেন এখন থেকে।

আর সার্ভার সিস্টেমগুলোয় ঘনঘন মাইগ্রেশন/ভার্সন আপগ্রেড করা হয় না বললেই চলে
কেননা সেখানে নানান সেবা উপলব্ধ থাকে ব্যবহারকারীদের জন্য। আর এই আপগ্রেড করার
ফলে সামান্য কোন সমস্যাও সেবার মান নামিয়ে দিতে পারে। তাই এই বর্ধিত সাপোর্ট
সার্ভার ওএস দুনিয়ায় উবুন্টুর অবস্থান আরো দৃঢ় করবে বলেই মনে করছি।

আশা করি বোঝাতে পারলাম।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ


More information about the ubuntu-bd mailing list