[Ubuntu-BD] গিম্প ইন্সটলে ইরর মেসেজ।

sagir khan sagir42 at gmail.com
Fri May 4 07:06:10 UTC 2012


আমার আগের গিম্প ইনস্টল করা ছিল। আমি উবুন্টু ১২.০৪ ব্যবহার করছি। আমি নিচের
দুই কমান্ড দিয়ে গিম্প আপগ্রেড করার চেষ্টা করেছি।

   - *sudo add-apt-repository ppa:otto-kesselgulasch/gimp*
   - *sudo apt-get update && sudo apt-get install gimp*

*এর পর গিম্প চালু করতে গেলে নিচের মেসেজ দেখাচ্ছে। *
http://img99.imageshack.us/img99/1875/gimpopenproblem.png
আমি চাচ্ছিলাম গিম্পের আগের ভার্সন আনইনস্টল করে তার পর আবার ইনস্টল দিতে।
কিন্তু সফটওয়্যার সেন্টার অপেন করতেই বলছে
http://img525.imageshack.us/img525/6821/softwarecenter.png
যার ফলে আমি আগের ভার্সনটা আনইনস্টল করতে পারছি না। কিংবা অন্য কোন সফটওয়্যার
ইনস্টল করতে পারছি না।
-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list