[Ubuntu-BD] OMGUbuntu এর মত একটা সাইট বাংলায় চালু করা যায়?
maSnun
masnun at gmail.com
Tue May 15 14:44:28 UTC 2012
আমরা এটাকেই আরো সমৃদ্ধ করতে পারি । কি বলেন সবাই? ভাল লেখা পেলে আশা করি
উবুন্টু বিডি লোকো টীম আমাদের একটা সাব-ডোমেইন দিবে মূল উবুন্টু বিডি ডোমেইনে
। নাহলে আমরা অন্য কোন ডোমেইন নিয়ে নিলাম । কিন্তু আসলে দরকার হল কন্টেন্ট,
কন্ট্রিবিউশন ।
আমি নিজেই তো লেখার সময় পাব না, অন্যদের কথা কি বলব? সবাইকে দিয়ে সব কাজ হবে
না । অনেকে আছেন কন্টেন্ট রাইটিং এ ভাল - এনারা এগিয়ে আসলে ভাল কিছু করা সম্ভব
বলে মনে করি ।
2012/5/15 Tareq Hasan <tareq1988 at gmail.com>
> এই সাইট টা <http://ubuntubd.wordpress.com/> অনেক আগে থেকেই ছিল,
> কন্ট্রিবিউশন এর অভাবে বন্ধ হয়ে আছে।
>
> http://ubuntubd.wordpress.com/
> --------------------------------------------
> Best regards
> Tareq Hasan
> Blog <http://tareq.wedevs.com> | Twitter <http://twitter.com/tareq_cse>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me
More information about the ubuntu-bd
mailing list