[Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা
Bisawajit
bjeet89 at gmail.com
Sat May 19 18:18:01 UTC 2012
লিফো আবার ফিরবে শুনেই খুব ভাল লাগছে। আশা করি, অদক্ষ ও দলীয়করণ নীতি থেকে
এবার লিফো দূরে থাকবে। লিফোকে আবার নতুন করে দেখতে চাই।
2012/5/20 maSnun <masnun at gmail.com>
> সবচাইতে ভাল হত যদি আমরা স্ট্যাক এক্সচেন্জ নেটওয়ার্কের কোন ক্লোন ব্যবহার
> করতে পারতাম । যে যত কন্ট্রিবিউশন করবে তার তত পয়েন্ট । কারো পোস্ট পছন্দ হল,
> আপভোট করলাম, কারোটা পছন্দ হল না, ডাউনভোট করে দিলাম ।
>
> উল্লেখ্য AskUbuntu স্ট্যাক এক্সচেন্জ নেটওয়ার্কের অংশ ।
>
> 2012/5/20 sagir khan <sagir42 at gmail.com>
>
> > লিফো যতদিন ছিল ততদিন সাহস করে উবুন্টুতে নতুন নতুন জিনিষ শিখতে পারতাম। এটা
> > বন্ধ হয়ে যাবার পর শেখাও বন্ধ। এর কারণ হল সার্চ দিয়ে পাওয়া যেত না এমন কোন
> > কন্টেন্ট আমি পাই নি। তাই এটি ফিরিয়ে আনা বা এর কনটেন্টগুলো আবার পাওয়ার
> > ব্যবস্থা করলে দুটোই আমার মত ব্যবহারকারীদের জন্য ভালো হবে।
> >
> > আমি এখানে আলাদা একটি পরামর্শ দিতে পারি যদি কেউ কিছু মনে না করেন।
> >
> > আমার অফিস হল জাতীয় প্রতিবন্ধী ফোরাম। লক্ষ্যণীয় এটিও একটু ফোরমা। এখানে দুই
> > বছরের জন্য মডারেশন প্যানেল (আমি অফিসের ভাষা ব্যবহার করলাম না) নির্বাচিত
> করা
> > হয়।
> > একই ব্যক্তি বা একদল ব্যক্তিই অনেক দিন ধরে মডারেশনে থাকলে এক সময় মডারেশনের
> > প্রকৃয়ায় সমস্যা শুরু হয়ে যাওয়াটাই আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে।
> এক্ষেত্রে
> > আমার অফিসের মত নির্বাচনের ব্যবস্থা করা যায় কিনা আপনারা ভেবে দেখতে পারেন।
> > দুই বছর না হোক এক বছর হলেও ভালো হবে।
> >
> > তবে এর একটি সমস্যা হলে এতে করে দলাদলি মনে হয় একটি বেশী বাড়বে।
> >
> > --
> > ধন্যবাদ
> > সগীর হোসাইন খান
> > _______________________________________________________________
> > ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽
> ✽ ✽
> > _______________________________________________________________
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
>
> --
> Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list