[Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

maSnun masnun at gmail.com
Mon May 21 13:55:42 UTC 2012


প্রথমেই বলব অনিরুদ্ধ লিনাক্স কমিউনিটির জন্য একাগ্র এবং সে বেশ চমৎকার কিছু
কাজ করেছে । লিনাক্স দেশের ব্যাপারটা শুনে ওর জন্য খারাপ লাগল । আশা করি ও এই
অবস্থা কাটিয়ে উঠবে ।

অনিরুদ্ধের মেইল থেকেই বোঝা যাচ্ছে ফোরামটি গ্রহনযোগ্যতা পায় নি সকলের কাছে ।
একটা বিশেষ সংস্থার  প্রভাব আর অজানা এ্যালার্জির কথাও উঠে এসেছে । ঠিক
একারনেই আমি চাইব লিনাক্স দেশকে লিফোতে মার্জ করার । লিফোকে লিনাক্স দেশে নয় ।

এছাড়াও এই মেইলে রাসেল জন ভাইয়ের একাগ্রতার ব্যাপারেও প্রশ্ন উঠেছে, আশা করি
লিফোর পিছনে যারা থাকবেন তারা সবাই একাগ্রতা নিয়েই এগিয়ে আসবেন ।

2012/5/21 Md Shahadat Hossain <shahan567 at gmail.com>

> @ Tareq Mohammad
> সহমত
>
> 2012/5/21 Tareq Mohammad <tareq.mhd at gmail.com>
>
> > অনিরুদ্ধের মেইল পড়লাম। তার মত কিশোরের একাগ্রতা দেখে বেশ ভাল লাগছে।
> > লিফো বন্ধ হয়ে যাবার পর লিনাক্সদেশ চালু হয় ঠিক কিন্তু ঐ যে গুরুদের
> > পদচারণা না পড়ায় ঠিক জমে ওঠেনি। আশিকুর নূর ভাইয়ের কথায় আমি যোগ
> > দিয়েছিলাম ঠিকই কিন্তু আপ্র, প্রজন্মে থাকা লিনাক্সগুরুদের না দেখে হতাশ
> > হয়েছিলাম। নূর ভাইকে প্রায়ই এটা বলি। আমি হালকা জানতাম বিষয়টা, এখন আরো
> > ভাল করে জানলাম।
> >
> > লিফোর প্রশাসক, অনিরুদ্ধসহ সবার প্রতি অনুরোধ অতীতের তিক্ততা ভুলে নতুন
> > একটা ফোরাম খুলে দেখতে দোষ কি ? লিফো আর লিনাক্সদেশ মার্জ হলে ভাল হয়,
> > উপকার হয় লিনাক্স নামের সাগরে হাবুডুবু খেতে থাকা মানুষগুলোর।
> >
> > আর কোন কথা নয়, এবার সময় সামনে এগিয়ে চলার।
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me


More information about the ubuntu-bd mailing list