[Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা
Hossain Muhammad Muctadir
muctadir.dinar at gmail.com
Mon May 21 16:52:26 UTC 2012
maya2k10 at gmail.com এর সাথে সম্পুর্ন একমত।
2012/5/21 maya2k10 at gmail.com <maya2k10 at gmail.com>
> আমি মনে করি লিনাক্সের জন্য একটা মাত্র ফোরাম থাকবে কেন? একাধিক ফোরাম
> থাকাটা কি অস্বাভাবিক। লিফো ফিরে আসুক এটা আমিও চাই। কিন্তু সেজন্য
> লিনাক্সদেশের কনটেন্ট মার্জ করতে হবে কেন? ফোরামে ভাষা ব্যবহারের
> বৈশিষ্ট্য নিয়ে যে কথাটি masnun ভাই বলেছেন এটা আমার কাছে গুরুত্বপূর্ণ
> মনে হচ্ছে। এক একজন মানুষ বয়স ভেদে পারিবারিক সংস্কৃতি ভেদে উদ্দেশ্যভেদে
> ভিন্নভিন্নভাবে কথা বলে। আমরা সবাই লিনাক্স ব্যবহারকারী। সবাই একই সুরে
> একই ভদ্রতার মাত্রা রেখে একই গুরুত্ব দিয়ে কথা বলব তা কেন হবে। কেউ
> গুরুগম্ভীরভাবে কথা বলেন, কেউ বা হালকাচালে কথা বলেন। পরিবেশ প্রকৌশলী
> স্যারের ভাষা দেখুন। তিনি শিক্ষক মানুষ। কিন্তু এমনভাবে কথা বলেন (লেখেন)
> যেন বা আমার মত অল্প বয়সের কোন আন্তরিক বন্ধু। এটা আমার ভাল লাগে। তিনি
> শিক্ষক বলেই যে ভাবগম্ভীরভাবে কথা বলবেন তা কেন হবে? তো মানুষের
> পছন্দভেদে বিভিন্ন ফোরাম, বিভিন্ন ব্লগ থাকতেই পারে। লিফো ফিরে আসুক-
> মনেপ্রাণে চাই। কিন্তু পাশাপাশি চাই লিনাক্সদেশও নিজ স্বাতন্ত্র্য নিয়ে
> লিনাক্সের আর একটি ফোরাম হিসেবে থাকুক। কেউ কিন্তু বলেনি লিফোর জন্য
> আমাদের প্রযুক্তি বা প্রজন্ম ফোরামের কনটেন্টগুলো মার্জ করা হোক। আমিও
> ঠিক এটাই বলতে চাচ্ছি। লিনাক্সের একাধিক বাংলা ফোরাম চালু হোক, যার যেটা
> ভাল লাগবে সে সেটাতে যাবে। কোনটা হয়তো শুধু উবুন্টু কিংবা ডেবিয়ান
> ভিত্তিক কিংবা শুধু মিন্ট কিংবা সুসে, রেডহ্যাট, ফেডোরা অথবা কোনটা হয়তো
> সব লিনাক্স নিয়ে আলোচনা করবে। সেটাই কি মুক্ত পরিবেশ/ চিন্তা নয়, সেটাই
> কি গণতন্ত্র নয়? এরকম হলে দেখা যাবে এক বছরে বিভিন্ন ফোরাম থেকে অনেকগুলো
> লিনাক্সভিত্তিক প্রোগ্রাম হবে। সেটাই কি কাঙ্খিত নয়?
> আমি মনে করি এরকম হলে প্রত্যেকটা ফোরামই অন্যটার চেয়ে নিজেকে বেশি সমৃদ্ধ
> করার চেষ্টা করবে। ভালো ভালো আকর্ষণীয় টিপস/ কনটেন্ট দেয়ার চেষ্টা করবে।
> যার ফলে বাংলা ভাষায় লিনাক্সের প্রচার প্রসার আরও দ্রুত হবে।
> মোদ্দা কথা লিনাক্সকে ভালোবাসি। লিনাক্স নিয়ে গ্রুপিং থাকলেও তার জন্য
> আমাদের মত সাধারণ ব্যবহারকারীরা যেন সমস্যায় না পড়ে। নতুন ব্যবহারকারীরা
> যেন লিনাক্সগুরুদের সম্পর্কে ভিন্ন কিছু ভাবার অবকাশ না পায় সেদিকটাতে
> বেশি মনোযোগ দেয়া দরকার।
> (এলোমেলো অনেককিছু বলে ফেললাম। ঠিক বুঝাতে পারলাম কি না জানিনা। ভুল হলে
> ক্ষমাপ্রার্থী)
>
> On 21/05/2012, sagir khan <sagir42 at gmail.com> wrote:
> > লিফোকে যারা জমিয়ে তুলেছিলেন তারা আজ ব্যস্ত। তাই নতুন কোন ফোরামে কাজ করতে
> > গেলে আগের মত সময় পাবেন না। সেক্ষেত্রে লিফোর সমৃদ্ধ কনটেন্ট আমাদের জন্য এক
> > অমূল্য সম্পদ। আমরা শুধু চাই সেই লিফো ফিরে আসুক।
> >
> > লিনাক্স দেশ জমুক আর না জমুক সেটি কেউ না কেউ খুলেছে। যারা খুলেছে এর প্রতি
> > তাদের আবেগ নিজের ছেলের মতই। তাই তাদের আবেগ সবাই শ্রদ্ধা দিয়ে দেখবেন আশা
> > করি।
> > --
> > ধন্যবাদ
> > সগীর হোসাইন খান
> > _______________________________________________________________
> > ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽
> ✽ ✽
> > _______________________________________________________________
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
> --
> Please avoid sending me Word or PowerPoint attachments. Use only open
> format.
> See http://www.gnu.org/philosophy/no-word-attachments.html
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list