[Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

Aniruddha Adhikary aniruddha at adhikary.net
Tue May 22 04:35:39 UTC 2012


মাসনুন ভাই, আমার কথাটার অর্থ হল, আমাদের ফোরামটির প্রশাসনের দুইজন ব্যক্তি
একটি বিশেষ সংস্থার সঙ্গে জড়িত। ওই বিশেষ সংস্থাটির কার্যক্রম কমিউনিটি সবাই
ভালোভাবে গ্রহণ করেনি। প্রশাসনের মাত্র দুইজন সদস্য ওই সংস্থার সঙ্গে জড়িত বলে
প্লাটফর্মটিই কি অপবিত্র হয়ে গেল? মানুষের চিন্তাভাবনা বড়ই আজগুবি! আচ্ছা,
লিনাক্সদেশ কি উক্ত সংস্থাকে কোন বিশেষ সুবিধা দিয়েছে বা দিচ্ছে?

কমিউনিটির মধ্যে এই কাঁদা ছোড়াছুড়ির জন্যই আমরা এতটা পিছিয়ে পড়েছি। 2010-2011
এর দিকে লিনাক্স কমিউনিটিতে যে জোয়ারটা ছিল, তা সব শেষ হয়ে গেছে। মাসনুন ভাই,
আসেন এই ট্র্যাডিশনটা ঝেড়ে ফেলি। কার জন্য কি হইছে তা না বলে কিভাবে
কমিউনিটিকে আবার একত্র করা যায় তাই চিন্তা হওয়া উচিৎ। আপনার কথায় কিন্তু
সরাসরি ব্যক্তিগত আক্রমণ স্পষ্ট হয়ে উঠেছে। আশা করি, এমন আক্রমণাত্বক মন্তব্য
পরিহার করবেন, ছোট ভাই হিসেবে আপনার প্রতি অনুরোধ।


2012/5/22 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>

> @Muctadir ভাই
> ভাই ফোরাম একটা আছে, সেখানে আপনাদের স্বাগতম। ফোরামের ঠিকানা আমার স্বাক্ষরে
> দেওয়া আছে।
>
> @মাসনুন ভাই
>
> একটা বিশেষ সংস্থার  প্রভাব আর অজানা এ্যালার্জির কথাও উঠে এসেছে ।
>>
>
> এটা অনিরুদ্ধের কথা। আমার ধারনা আমাদের মধ্যে ইগো বেশি। তাই সংস্থার প্রভাব
> যেখানে নাই, সেখানেও আমি সকলকে খুজে পাই নাই, যাদের পেয়েছি তারা সকলেই নতুন।
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
> 2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
> Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla Reps<http://reps.mozilla.org>
> 01199151550
>
>
>
>
> 2012/5/21 Hossain Muhammad Muctadir <muctadir.dinar at gmail.com>
> ........
>



-- 
Aniruddha Adhikary
Administrator
Linux Community Forum <http://forum.linuxdesh.org>


More information about the ubuntu-bd mailing list