[Ubuntu-BD] আজকে রাতের আবোলতাবোল পাগলদের আড্ডায় আছেন তো?

Shahriar Tariq shahriar at linux.org.bd
Thu May 24 15:38:54 UTC 2012


গত ১৭ই মে অনেকদিন পর উবুন্টু বাংলাদেশের আইআরসি চ্যানেলে (#ubuntu-bd) কিছু
পাগলদের সমাবেশ ঘটেছিলো, সেখানে যেমন হালের নতুন ক্রেজের ছিঃনেমা নিয়ে আলোচনা
হয়েছে তেমনি গ্রুপের কিছু বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে।

তো আপনিও কি চান এমন আবোল তাবোল আড্ডায় অংশ নিতে? তাহলে যদি কারেন্ট থাকে আর
নেট সংযোগ চালু থাকে তাহলে অবশ্যই আজ রাত ১১টায় যোগ দিন আমাদের আইআরসি
চ্যানেলে।



যারা আইআরসি চ্যানেল সম্পর্কে জানেননা, তাদেরকে দয়া করে
https://wiki.ubuntu.com/BangladeshiTeam/IRC এই লিংকটি দেখার জন্য অনুরোধ করা
যাচ্ছে।


(শাহরিয়ার)


More information about the ubuntu-bd mailing list