[Ubuntu-BD] ১লা জুন ২০১২ বাংলাদেশের সকল লিনাক্সপ্রেমীদের মুখ দর্শন থুরি মিটাপ

Arafat Rahman opurahman at gmail.com
Fri May 25 03:44:21 UTC 2012


>> পরিকল্পনা হল সবাই বিকাল ৪ টার আগেই ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের সামনে
মিলিত হব। সেখান থেকে লেকের কোন কোণায় বসা যায় তা সিদ্ধান্ত নিবো সবাই
মিলে।

এক. ইবনে সিনার অনেকগুলো সেন্টার আছে, কিন্তু ইবনে সিনা হাসপাতাল একটিই। শংকর
বাসস্ট্যান্ডের পূর্ব পাশে।

দুই. ৪ টার আগে সবাই ইবনে সিনার সামনে মিলিত হয়ে সিদ্ধান্ত নেয়ার সিদ্ধান্তটি
আমার মতে ঠিক হচ্ছে না। সবাই একই সময়ে আসতে পারবে না। যারা পরে আসবে তারা ইবনে
সিনার সামনে এসে কাউকে পাবে না। ফোন করে জেনে নিতে হবে কোথায় বসেছে সবাই। সেই
জায়গা খুঁজে বের করা সবার জন্য সহজ হবে না।

আমার মতে আগে থেকেই একটি জায়গা ঠিক করে সবাইকে জানিয়ে দিলে সুবিধা হবে। আগে
আসুক পরে আসুক টারগেট একটাই।

Best regards,
*
Arafat Rahman*
Web Application Developer
http://arafatbd.net


More information about the ubuntu-bd mailing list