[Ubuntu-BD] উবুন্টুতে পিডিএফ রিডার কমেন্ট, আন্ডারলাইন আর হাইলাইট গুণ সহ।

maya2k10 at gmail.com maya2k10 at gmail.com
Sat May 26 16:11:27 UTC 2012


এত কিছু করা যায় কি না জানিনা, তবে উবুন্টুসহ অন্যান্য সকল লিনাক্সের
জন্য ফক্সিট রিডার আছে। লিংক:
http://www.foxitsoftware.com/pdf/desklinux/download.php
উবুন্টুর জন্য ডেব ফাইল ডাউনলোড করে ডাবল ক্লিক করে ইনস্টল করে নিন।

On 26/05/2012, sagir khan <sagir42 at gmail.com> wrote:
> অফিসে নানা কাজে ফক্সিট রিডার ব্যবহার করি। এর কেনাটা নয়, ফ্রিটাই ব্যবহার
> করি।
> এই রিডারের একটি মজা হল এখানে টেক্স কমেন্ট, টেক্স হাইলাইট আর টেক্স
> আন্ডারলাইন করা যায়। এই কাজগুলো আলাদা ভবা সেভ হয়ে থাকে প্রয়োজনে ডিলিটও করা
> যায়।
>
> উবুন্টুতে ফক্সিট রিডার ইনস্টল করার জন্য বিভিন্ন স্থানে ডেব ফাইল দেখলাম
> কিন্তু এগুলো কাজ করছে না।
>
> উবুন্টুতে ফক্সিট রিডারের মত কোন রিডার আছে?
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
Please avoid sending me Word or PowerPoint attachments. Use only open format.
See http://www.gnu.org/philosophy/no-word-attachments.html


More information about the ubuntu-bd mailing list