[Ubuntu-BD] উবুন্টুতে পিডিএফ রিডার কমেন্ট, আন্ডারলাইন আর হাইলাইট গুণ সহ।

Shabab Mustafa shabab at linux.org.bd
Sat May 26 19:14:14 UTC 2012


2012/5/27 sagir khan <sagir42 at gmail.com>

> আরেকটি বিষয়। আমি এই ডেব ফাইলের কথা আগেই বলেছি। সেটা উবুন্টুর নতুন
> ভার্সনগুলোতে কাজ করে না। উবুন্টু ১২.০৪ এ আমি ইনস্টলই করতে পারিনি। আগের
> ১১.১০ এ ইনস্টল হলেও ওপেন হয় নি।
>

সরাসরি সফটওয়্যার সেন্টার থেকে ইন্সটল করার ক্ষেত্রে ডেব ফাইল কোথা থেকে এল?

অভি ভাই ঠিক বলেছেন। Okular দিয়ে আপনি এই annotation এর কাজগুলো করতে পারবেন।

@অভি,
লিনাক্সের জন্য তো শেষ আপডেট দেখতে পাচ্ছি ৯.৫.১। আপডেটের তারিখ ২০১২ দেখে তো
অত বেশি পুরোনো মনে হচ্ছে না।  :S

---
Shabab Mustafa


More information about the ubuntu-bd mailing list