[Ubuntu-BD] *বুন্টু ১২.১০ প্রকাশনা উৎসব
Sazzad Hossain
sazzadais at gmail.com
Sat Oct 13 10:54:24 UTC 2012
অঃটঃ উবুন্টু না লিখে *বুন্টু লিখার কারণ কি?
2012/10/13 Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
> প্রিয় সূধী
> আগামী ১৮ই অক্টোবর ২০১২ইং উবুন্টুর সাম্প্রতিকতম সংস্করণ ১২.১০ কোয়ান্টাল
> কুইটজাল প্রকাশিত হতে যাচ্ছে। উবুন্টু'র প্রতিটি সংস্করণ প্রকাশিত হবার পরপরই
> বিশ্বের প্রায় প্রতিটি উবুন্টু লোকো (লোকো == লোকাল কমিউনিটি == দেশীয়/স্থানীয়
> ব্যবহারকারী, মানোন্নয়কারী, অনুবাদক) উবুন্টুর এই প্রকাশনাকে বিভিন্ন রকমের
> আনন্দ আয়োজনের মাধ্যমে উদযাপন করে থাকে। যার নামকরণ করা হয় -- "উবুন্টু রিলিজ
> পার্টি"
> শিরোনামে।
>
> এটি একটি গ্লোবাল ইভেন্ট অর্থাৎ এটি সারা বিশ্বে একযোগে পালন করা হয়ে থাকে।
> তাই এবারের এই নতুন সংস্করণ প্রকাশিত হবার পর আমরাও বিশ্ববাসী সকলের সাথে এই
> আনন্দ আয়োজন উদযাপনের আকাঙ্খা করছি।
>
> ইনশাল্লাহ আগামী ১৯শে অক্টোবর ২০১২ ইং, শুক্রবার আমরা বাংলাদেশের উবুন্টু
> প্রেমীরাও, "উবুন্টু ১২.১০" এর প্রকাশনা উদযাপন করবো।
>
> *আয়োজনের বিস্তারিতঃ*
> স্থান: অডিটরিয়াম, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শুক্রাবাদ, ঢাকা,
> বাংলাদেশ।
> তারিখ: ১৯শে অক্টোবর ২০১২ ইং, শুক্রবার।
> সময়: বিকাল ৪:০০ টা হতে সন্ধ্যা ৭:০০ টা।
>
> আয়োজনে থাকছেঃ
> # উবুন্টু কী, কেন?
> # উবুন্টু ব্যবহারকারীদের নির্ভেজাল আড্ডা ও অভিজ্ঞতার গল্প
> # উবুন্টু ১২.১০ এর নতুন বৈশিষ্ট্যগুলো নিয়ে মিনিট সাতেকের একটি চলমান চিত্র
> প্রদর্শনী
> # ওপেন সোর্স 3D এনিমেশন করার সফটওয়্যার ব্লেন্ডার দিয়ে তৈরি করা Tears of
> Steel চলচিত্রের প্রদর্শনী
> # ব্লেন্ডার নিয়ে কিছু কথা
>
> থাকবে *বন্টু ১২.১০ এর iso সংগ্রহ বুথ। আরো থাকবে নিজের ইচ্ছা মতন *বন্টু
> ইনস্টল এবং ইনস্টল পরবর্তী সেবা নেওয়ার সুবিধা।
>
> উৎসব যেহুতু করছি, সেহেতু খানাপিনা না করলেই নয়। উবুন্টুর ৮ম জন্মদিন উপলক্ষে
> থাকবে কেক।
>
>
> [লক্ষ্যনীয়ঃ বিশ্বের সকল উন্মুক্ত আয়োজনের ন্যায় এই আয়োজনের সকল খরচ আমাদের
> সবাইকেই মিলিতভাবে বহন করতে হবে। যদি এ বিষয়ে কারো সমস্যা/সন্দেহ থেকে থাকে
> তাহলে আমাদের সাথে বিনা সংকোচে সরাসরি যোগাযোগ করুন]
>
> আগ্রহীদের এখানে:
> http://goo.gl/bDs54<
> http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fgoo.gl%2FbDs54&h=rAQEwDVMp&s=1
> >/
> http://tinyurl.com/UB1210RPBD<
> http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Ftinyurl.com%2FUB1210RPBD&h=aAQEzH4_x&s=1
> >আপনার
> তথ্য দিয়ে আপনার আগমন নিশ্চিৎ করতে অনুরোধ করছি।
>
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
> 2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
> Coordinator - Public Relation Cell, FOSS Bangladesh
> <http://fossbd.org/> && Mozilla
> Reps <http://reps.mozilla.org>
> 01199151550, 01551151550
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903
More information about the ubuntu-bd
mailing list