[Ubuntu-BD] ইংকস্কেপ এর কাজ পারে এমন কিছু অভিজ্ঞ লোক প্রয়োজন
Ashickur Rahman Noor
ashickur.noor at gmail.com
Wed Oct 24 07:22:27 UTC 2012
আসসালামুয়ালাইকুম
আশা করি সবাই ভালো আছেন। ইংকস্কেপের কাজ জানে, ঢাকায় থাকে অথবা থাকতে পারবে,
এমন কয়েকজন স্বেচ্ছাসেবক দরকার, ৪-৫ দিনের জন্য। আপনারা যদি কেউ আগ্রহী থাকেন
তাহলে আমার সাথে যোগাযোগ করুন।
কাজের কোন বর্ণনা আমি এখানে দিতে চাচ্ছি না, আপনারা যারা আগ্রহী তারা আমার
সাথে সরাসরি যোগাযোগ করেন।
যদি কেউ প্রশ্ন করেন তাহলে এই ই-মেইল টি এখানে কেন, তাদের জন্য বলছি দেশে ওপেন
সোর্স প্রচারে একটি বড় বাধা হল প্রিন্টিং মিডিয়া, যেখানে ইউনিকোড অচল বললেই
চলে। এই অচলতা কে সচল করতে এই উদ্দোগ নেওয়া হয়েছে। আশা করি আপনাদের সাহায্য
পাবো।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
Coordinator - Public Relation Cell, FOSS Bangladesh
<http://fossbd.org/> && Mozilla
Reps <http://reps.mozilla.org>
01199151550, 01551151550
More information about the ubuntu-bd
mailing list